Kolkata Hot Weather : ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙল কলকাতায়, শনি থেকে দক্ষিণে আরও বাড়বে গরম, সঙ্গে তাপপ্রবাহ, ৪৮ ডিগ্রি ছাড়াবে পাঁশকুড়া

0
173

দেশের সময় কলকাতা গত ৪৪ বছরের রেকর্ড ভেঙে গেল কলকাতায়। তবে পরিস্থিতি এমন, সেই রেকর্ড ভেঙে যেতে পারে আর দু’দিনেই। এই আবহে বিগত কয়েক দশকের মধ্যে এপ্রিলের সবচেয়ে গরম দিনে ভাজা ভাজা হতে চলেছে কলকাতা।

তীব্র গরমে রোদ্দুর থেকে মাথা বাঁচাতে বাইকে শেড ব্যবহার করেছেন আরোহী কলকাতার মা ফ্লাই ওভার ব্রিজে ছবিটি তুলেছেন দেবাশিস রায়  I

হাঁসফাস গরম কমার কোনও ইঙ্গিতই দিল না আলিপুর আবহাওয়া দফতর। বরং তাপমাত্রা বৃদ্ধিরই পূর্বাভাস দিয়েছে তারা। সেই বৃদ্ধি একটু-আধটু নয়, অনেকটাই। জানানো হয়েছে, ২৪ ঘণ্টা পর আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। অন্তত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে চলবে তাপপ্রবাহ। ২৮ তারিখ, রবিবার থেকে কলকাতার তাপমাত্রা টানা রোজই ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৩০ এপ্রিল অর্থাৎ আগামী মঙ্গলবার পাঁশকুড়ার তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ ডিগ্রি সেলসিয়াস!

গতকাল, বৃহস্পতিবার বিগত ৪৪ বছরের রেকর্ড ভাঙল কলকাতায়। এপ্রিল মাসে বিগত ৪৪ বছরের মধ্যে আর এত গরম পড়েনি। গত ৫০ বছরের মধ্যে এপ্রিল মাসের দ্বিতীয় সর্বোচ্চ গরম দিনের সাক্ষী ছিল কলকাতা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।  

 

এদিকে এপ্রিলের সবচেয়ে গরম দিনের যে ৪৪ বছরের রেকর্ড বৃহস্পতিতে ভেঙেছে, তা ফের ভেঙে যেতে পারে ২ দিনেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এপ্রিল শেষ হতে হতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। এর মধ্যে একদিনও কোনও বৃষ্টির সম্ভবনা নেই তিলোত্তমায়। 

আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী ২ মে পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি সেলিয়াস ওপরে।  

ক্রমেই আরও গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। এই আবহে স্বস্তি নেই উত্তরেও। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। কবে একটু স্বস্তি মিলবে? রাজ্যবাসীর এখন সেটাই প্রশ্ন। যদিও তার কোনও জবাব দিতে পারছেন না আবহবিদেরা। তাঁরা স্পষ্টই জানিয়েছেন, আপাতত গরম থাকবে। অস্বস্তিও থাকবে।

আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, শুক্র এবং শনিবারও কলকাতায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে। রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শহরে তাপমাত্রার পারদ দিনের বেলায় টানা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্র থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও থাকবে তীব্র গরম। সঙ্গে অস্বস্তি। শুক্রবার থেকেই সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে। আগামী মঙ্গলবার সেখানে তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সে ক্ষেত্রে পশ্চিম বর্ধমানের পানাগড়কে পিছনে ফেলে দিতে পারে পাঁশকুড়া।

তাপপ্রবাহ থেকে বাঁচবে না দক্ষিণবঙ্গের কোনও জেলাই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই সব জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

দার্জিলিং, কালিম্পং ছাড়া স্বস্তি নেই উত্তরেও। দুই দিনাজপুর এবং মালদহে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি কমলা সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে তীব্র গরম। সঙ্গে অস্বস্তি।

আগামী রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জলপাইগুড়িতে বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না। এ রকম গরম এবং অস্বস্তি থেকে মুক্তি কবে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই পরিস্থিতিই চলবে। চলবে তাপপ্রবাহও।

Previous articleSandeshkhali News সন্দেশখালিতে বিস্ফোরক খুঁজছে এনএসজির রোবোটিক ডিভাইস ! গোটা এলাকায় সতর্কতা
Next articleLok Sabha Election 2024তীব্র গরম উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিলেন বনগাঁর তৃণমূল, বিজেপি, বিএসপি প্রার্থীরা দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here