Kolkata Fire News:  ফের কলকাতায় বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

0
4

শহরে ফের ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলে উঠল বহুতলের একটি অংশ। শনিবার দুপুর নাগাদ আগুন লাগে মিন্টো পার্ক সংলগ্ন এলাকার ওই বহুতলের ফ্লোরে। আগুনের প্রকোপের জ্বলে পুড়েখাক হয়ে যায় ফ্লোরের বাইরের দেওয়াল লাগোয়া তিনটি এসির আউটপুট।

জনা গেছে বেকবাগানের কাছে একটি বহুতলে ভয়াবহ আগুন। শনিবার দুপুরে আগুন লাগে। ৬ তলায় একটি অফিস থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। একের পর এক এসি মেশিন পুড়ে ছাই হয়ে যায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এজেসি বোস ফ্লাইওভারের একেবারে সামনে এই ১০ তলা বিল্ডিংয়ে আগুন লাগে। ফলে এক দিকে নীচ থেকে যেমন দমকলের কর্মীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই ভাবে উড়ালপুল থেকেও হোস পাইপের মাধ্যমে অনবরত জল দেওয়া শুরু হয়।

আপাতত আগুনের শিখা বাইরে থেকে দেখা যাচ্ছে না। তবে ধোঁয়া বের হচ্ছে এখনও। ভিতরে কেউ আটকে রয়েছে কি না, পকেট ফায়ার রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। যে বহুতলে আগুন লেগেছে, এটি একটি কমার্শিয়াল বিল্ডিং। বহু অফিস রয়েছে। আগুন লাগার খবর আসতেই অফিস খালি করে দেওয়া হয়।

বহুতলের যে অফিসে আগুন লাগে, সেটি ৬ তলায় ৫১৫ নম্বর ফ্ল্যাট। ঠিক তার পাশের ঘরে, ৫১৬-য় অফিস সৃজিত দাসের। সংবাদমাধ্যমে তিনি জানান, তখন আড়াইটে-পৌনে তিনটে বাজে। সবে লাঞ্চ সেরে এসেছেন তাঁরা। হঠাৎই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁরা বেরিয়ে আসেন বাইরে। বিল্ডিং অথরিটির লোকজনও তড়িঘড়ি সকলকে বেরিয়ে আসার জন্য ডাকতে থাকেন। সিঁড়ি দিয়েই সকলে নেমে যান নীচে। তৎপরতার সঙ্গে সকলে নেমে আসার বড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করছেন এখানকার কর্মীরা। এসি থেকেই আগুন লাগে বলে অনুমান এখানকার কর্মীদের।

Previous articleরবীন্দ্র জন্মবার্ষিকীতে পরিবেশিত ‘অন্য রবীন্দ্রনাথ’ গীতিআলেখ্য: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here