আরজি কর-কাণ্ডে পাকড়াও হলেন ওই মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার দুপুরে রাস্তা থেকে তাঁকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।
দেশের সময় কলকাতা : আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা শুরু করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আজ, শুক্রবারই পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদনও জানান। সেই শুনানি চলাকালীন অধ্যক্ষের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘সবটাই আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ। আপনি চিন্তা করবেন না। আপনি খুবই ক্ষমতাশালী। আপনি আমাদের নির্দেশকে চ্যালেঞ্জ করছেন। বাড়িতে শান্তিতে থাকুন। না হলে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব ।
আরজি করের ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার বিকেলেই টালা থানায় গিয়ে আরজি কর সংক্রান্ত সব নথি পুলিশের কাছ থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ-সহ কলেজের তিন আধিকারিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই প্রাক্তন অধ্যক্ষ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়।
শুক্রবার সন্দীপ ঘোষ এদিনই হাইকোর্টে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে বিক্ষোভ চলছে। তাই সিবিআইয়ের সমন পেয়েও হাজিরা দিতে পারেননি। সূত্রের খবর, এরপরই সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সল্টলেকের একটি জায়গা থেকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়।