Kolkata Book Fair 2023: এ বছর কলকাতায় ৯০০টি স্টলের বইমেলা

0
472

দেশের সময় ওয়েবডেস্কঃ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুরু হতে চলেছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। শুক্রবার কলকাতার এক হোটেলে এই বিষয়ে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। ৩০ জানুয়ারি উদ্বোধন কলকাতা বইমেলার। এবার থাকছে প্রায় ৭০০ ছোট বড় বইয়ের স্টল এবং ২০০ লিটল ম্যাগাজিন। মোট ৯০০ স্টল অংশ নিচ্ছে এবারের বইমেলায়। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ৩০ জানুয়ারি দুপুর ২ টো নাগাদ বইমেলার উদ্বোধন করবেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা ‌ বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত থাকবেন স্পেনের ক্রীড়া এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মারিয়া খোসে গালভেজ সালভাদর, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

এবারে বইমেলায় বিশেষ আকর্ষণ মোট ৯ টি গেট, তার মধ্যে একটি স্পেনের তোলেদো গেটের আদলে তৈরি করা হবে। থাকছে অগ্নিবীণা গেট। মাইকেল মধুসূদন দত্ত এবং প্যারীচরণ সরকারের নামে দুটি হল তৈরি করা হচ্ছে। মেলায় ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত বাস পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার। মেলা চলাকালীন অটো চালকদের দৌরাত্ম্য কমাতে বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করে নির্ধারিত করে দেওয়া হবে অটোর ভাড়া।

থাকছে বইপ্রেমীদের জন্য বিশেষ লটারির ব্যবস্থা। উদ্বোধনের মঞ্চ থেকে সিইএসসি সৃষ্টি সম্মানে পুরস্কৃত করা হবে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে,সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিইএসসি প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন বিভাগের প্রধান মিনাল পারিক। ড্রোন ইমেজ, ভিড়ের পরিমাণ, প্রত্যেক বুক স্টলের ছবি বাড়ি বসে দেখতে পারবেন বইপ্রেমীরা। মেট্রোর সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ত্রিদিব বাবু জানান, বইমেলার মাঝে দু’‌দিন রবিবার পড়ছে। ওই দুদিনও চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এবারে আগুন জ্বেলে রান্না করা যাবে না বইমেলা প্রাঙ্গণে। যে কারণে ১০০ মিটার দূরে আলাদা জায়গা করা হয়েছে রান্নার জন্য। সেখান থেকে খাবার নিয়ে এসে ফুড কোর্টে বিক্রি করতে পারবেন বিক্রেতারা।

Previous articleWeather Update: সরস্বতী পুজোয় উধাও হবে কি শীত? নাকি পারদ-পতন? কি জানাচ্ছে হাওয়া অফিস
Next articleKakali Ghosh Dastidar: পঞ্চায়েতে ভোট দিলে তবেই মিলবে রাস্তা, ‘দিদির দূত’ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এই নিদান শুনে কি বললেন স্থানীয় বাসিন্দা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here