Khuti Puja 2025 Rituals: দুর্গোৎসবের শুভারম্ভ:খুঁটি পুজো হয়ে গেল বনগাঁর মাধবপুর গ্রামের বিশ্বাস পাড়ার সবুজ সংঘে : দেখুন ভিডিও

0
570

দেশের সময় : বনগাঁর কাছে একটি নিরিবিলি গ্রাম মাধবপুর । আর এই গ্রামের বিশ্বাস পাড়ার চিত্রটা বদলে যায় রথের দিন সকাল থেকেই । খুঁটি পুজোর প্রস্তুতিতে  ঘরে ঘরে মহিলাদের ব্যস্ততা থাকে তুঙ্গে । কেউ পুজোর ফুল তুলছেন, কেউ ফল কাটতে ব্যাস্ত ,কেউ আবার পুজোর নৈবদ্য সাজাচ্ছেন। একদল আবার ফুলের মালা গেঁথে খুঁটি সাজাচ্ছেন । দেখুন ভিডিও

নাগরিক ক্লান্তি থেকে দূরে, ছায়া সুনিবিড় শান্তির নীড়ে – বনগাঁর মাধবপুর গ্রামে রথের দিন খুঁটি পুজোর মাধ্যমে প্রতি বছরের মত এবারও একই ভাবে সূচনা হল বিশ্বাস পাড়ার সবুজ সংঘের সর্বজনীন দুর্গা পুজোর। তবে এবছর সবুজ সংঘের দুর্গা পুজো ৫০ বছরে পদার্পণ করছে সেই উপলক্ষ্যে এবারের পুজোর আয়োজনের বহরও বেশ চওড়া বলে জানান ক্লাব সদস্যরা । পুজোর দিনগুলোতে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ।

স্থানিয় বাসিন্দা সমীর, সমর,অমল ও কল্যাণ বিশ্বাসদের  কথায়, এই গ্রামের দুর্গাপুজো, যা আপনাকে দেবে মনের আরাম, প্রাণের শান্তি। সঙ্গে পুজোর আমেজ !পুজোর দিনগুলোয় তুমুল জনসমাগম, দোকানির পসরা সব কিছু মিলে মন্তাজ তৈরী হয় এখানে।শহরের ভিড় এড়িয়ে নিরিবিলিতে পুজো কাটাতে চাইলে আপনিও আসতে পারেন সবুজে ঘেরা মাধবপুর গ্রামের বিশ্বাসপাড়া সর্বজনীন দুর্গা পুজোয় ।

Previous articleFake MatuyaCardনকল ‘মতুয়া কার্ড’ বানিয়ে প্রতারণা, গাইঘাটায় ধৃত দম্পতি
Next articleRath Yatra 2025 জগন্নাথ-এর  রথের দৌড়ে প্রচার ও জমায়েতের সংখ্যায় শেষে এগিয়ে কে?পুরী না দিঘা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here