ঢাকা :চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এখন সেই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা চলছে।
অভিযোগ, আওয়ামীলিগ সরকার খালেদাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। ফলে তাঁকে দেশের হাসপাতালেই চিকিৎসা করাতে হয়েছে। কিন্তু হাসিনা দেশ ছাড়তেই এবার খালেদাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে।
খালেদার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শীত পড়ার আগেই খালেদাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই লন্ডনের কয়েকটি হাসপাতালের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে।
এদিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে খুনের অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ হয়ে গিয়েছে ঢাকার আদালতে। ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অবরোধ ও ধর্মঘটের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০টি দলের জোট। সেসময় পেট্রোল বোমা মেরে ৪২ জনকে খুনের অভিযোগ ওঠে। খালেদার নেতৃত্বেই ওই হত্যালীলা চালানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনার বছরে ২ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদা সহ আরও তিনজনের বিরুদ্ধে দায়ের হয় মামলা। ২১ সেপ্টেম্বর গুলশন থানা তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে বলা হয়, ৪২ জন খুনের ঘটনায় যাদের নামে মামলা দায়ের করা হয়েছে, তাদের যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি। এরপরই বিচারক খালেদা সহ বাকিদের বিরুদ্ধে মামলা খারিজের নির্দেশ দেন। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই খালেদার বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক মামলা খারিজ হয়ে যাচ্ছে। গত মাসেই খালেদার বিরুদ্ধে পাঁচটি মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। গত আগস্টে তিনি পাঁচ বছর পর গৃহবন্দি দশা থেকে মুক্তি পান।