Kashmir: কাশ্মীরের টিভি অভিনেতা আমরিন হত্যায় জড়িত ২ সহ ৪ জঙ্গি খতম এনকাউন্টারে

0
525

দেশের সময় ওয়েবডেস্কঃ কাশ্মীরের টিভি অভিনেতা আমিরন ভাট খুনের পর ২৪ ঘণ্টাও কাটেনি।

কিনারা করল নিরাপত্তা বাহিনী। দু’‌টি এনকাউন্টারে খতম খুনে জড়িত দু’‌ জন সহ চার জঙ্গি। পুলওয়ামা এবং শ্রীনগর জেলায় এই দু’‌টি এনকাউন্টার চলে। তাতেই খতম চার লস্কর–এ–তইবা জঙ্গি। 

কাশ্মীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পুলওয়ামার অবন্তীপোরার আগানহানজিপোরায় এনকাউন্টার শুরু হয়।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার টুইটারে লিখেছেন, ‘বদগামের হাফরু চাদুরার ‌শাহিদ মুস্তাক ভাট এবং পুলওয়ামার হাকরিপোরার ফারহান হাবিব নামে দুই জঙ্গি নিহত। এর নতুন যোগ দিয়েছিল জঙ্গিদলে।

লস্কর কমান্ডার লতিফের নির্দেশে তারা টিভি অভিনেতা আমরিনকে খুন করে। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল, চারটি ম্যাগাজিন এবং একটি পিস্তল মিলেছে।’‌

শ্রীনগরের সৌরা এলাকায় অন্য একটি এনকাউন্টারে আরও দু’‌ জন জঙ্গি খতম। আইজিপি বিজয় কুমার জানালেন, আমরিন ভাটের খুনের ২৪ ঘণ্টার মধ্যেই কিনা করা গিয়েছে। গত তিন দিনে কাশ্মীরে এনকাউন্টারে খতম ১০ জঙ্গি।  

বদগামে নিজের বাড়িতেই জঙ্গিদের হামলায় প্রাণ হারান কাশ্মীরের জনপ্রিয় অভিনেত্রী আমরিন ভাট। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীকে লক্ষ্য করে বুধবার সন্ধেয় গুলি চালায় তিন জন জঙ্গি। জঙ্গি হামলায় গুরুতর আহত হন অভিনেত্রীর নাবালক ভাইপোও। এরপরই তড়িঘড়ি করে আমরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

Previous articleArt Exhibition:আবার দেখা হবে কোনো একদিন!বনগাঁর প্রখ্যাত চিত্রশিল্পী মাধব চন্দ্র নাথ স্মরণে শৈল্পিক ক্যানভাসের দু’দিনের চিত্র প্রদর্শনী
Next articleAryan Khan : ঘুচল অপবাদ, মাদক মামলায় ক্লিনচিট পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here