Kamarpukur Math: ‌কোভিড পরিস্থিতিতে , বন্ধ হল কামারপুকুর মঠ ও মিশন

0
595

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে সংক্রমণ বাড়ছে।
এই পরিস্থিতিতে বেলুড় মঠ আগেই বন্ধ হয়ে গেছে। এবার কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষও একই পথে হাঁটল। ভক্তদের প্রবেশে জারি করা হল নিষেধাজ্ঞা। মঠ ও মিশন কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আপাতত কয়েকদিন মঠ ও মিশনে ভক্তদের দর্শন এবং মন্দিরে প্রবেশ বন্ধ। করোনার বাড়বাড়ন্তের জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সোমবার থেকেই নয়া নির্দেশিকা কার্যকর হয়েছে। কবে আবার ভক্তরা মঠে যেতে পারবেন, কর্তৃপক্ষের তরফে সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। 

নতুন বছরের শুরুতে ভক্তদের ভিড় বেশি হতে পারে, সেকথা মাথায় রেখেই ১–৪ জানুয়ারি বন্ধ ছিল বেলুড় মঠ। কথা ছিল ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩–৫ টা পর্যন্ত ফের নিয়ম মেনে খুলবে বেলুড় মঠ।

তবে তার আগে গত ২ জানুয়ারি বেলুড় মঠ বন্ধের সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ থাকবে। কালীঘাট মন্দির কর্তৃপক্ষও সংক্রমণ রুখতে কড়া সিদ্ধান্ত নিয়েছে। মন্দির বন্ধ থাকছে না। দেবী দর্শনেও বাধা নেই। কিন্তু ভিতরে ঢুকে পুজো দেওয়া কিংবা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না কেউ।

গর্ভগৃহে কেবলমাত্র সেবাইতদের প্রবেশাধিকার রয়েছে, তাও আবার পালা করে তাঁরা গর্ভগৃহে যেতে পারবেন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তবেই নিত্যপুজো, ভোগ, আরতি চলবে। তারাপীঠ মন্দিরও বন্ধ হচ্ছে না। নির্দিষ্ট নিয়ম মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।

একসঙ্গে ৫০ জনের বেশি দর্শনার্থীকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁদের পুজো প্রক্রিয়া শেষ হলে তবেই পরের ৫০ জনকে ঢুকতে দেওয়া হচ্ছে। বাতিল মন্দিরের অনলাইন বুকিংও। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কামারপুকুর মঠ ও মিশন। 

Previous articleকোভিড আক্রান্ত রাজনাথ সিং, মৃদু উপসর্গ নিয়ে রয়েছেন হোম আইসোলেশনে
Next articleWB Primary TET Results 2022: প্রাইমারি টেট ২০২১-র ফল ঘোষণা, কীভাবে জানবেন রেজাল্ট? বিস্তারিত রইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here