শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪পরগনা: কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো বাঙালির প্রধান উৎসব। দুর্গাপুজো শেষ। এবার মা-এর ভয়ংকর, নারীশক্তির রূপ কালীর পুজো। দুর্গাপুজো যতটা হইহুল্লোড় করে পার করে বাঙালি, ঠিক ততটাই আনন্দে পার করে কালীপুজোও। রাত পোহালেই কালীপুজো। দীপাবলি মানেই আলোর উৎসব, তাতে মাতোয়ারা দেশ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো বা শ্যামাপুজো। আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’তে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান প্রথম পাওয়া যায়।
বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। অবাঙালিদের কাছে এটি পরিচিত দিওয়ালি নামে।
কালীপুজোয় মেতে উঠেছে গোটা উত্তর ২৪ পরগনার পাঁচটি মহকুমার পুজো উদ্যোক্তারা। বিশেষকরে, বারাসত, মধ্যমগ্রাম এবং রাজারহাটের পুজোর থিম ও ভাবনা কলকাতাকে অনেক আগেই হার মানিয়েছে। বারাসতের পাইওনিয়র ক্লাব, রেজিমেন্ট, কেএন সি রেজিমেন্ট, সন্ধানী , শতদল বা নবপল্লীর পুজো এবারও বিষয় ভাবনায় লোকটানতে সক্ষম হবে বলে ইতিমধ্যেই বারাসতে সাড়া ফেলেছে।
আবার পিছিয়ে নেই সংলগ্ন মধ্যমগ্রাম পুর এলাকাও৷ মেঘদূত, শ্রীনগর, বসুনগর এলাকায় চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি । অন্যদিকে, রাজারহাটের পুজোও দর্শক টানতে যেমন, বলিউড, টলিউড শিল্পীদের পুজোয় উপস্থিত করাকে রেওয়াজে পরিণত করেছে, সেরকম থিমেও রয়েছে বড় চমক।
রাজারহাট চৌমাথার হরেকৃষ্ণ পল্লী স্মৃতি কল্যাণ সংঘে ও বড় আকারে পুজোর আয়োজন করা হয়েছে। এছাড়াও, নারায়ণপুর নারকেলবাগানের শক্তি সংঘের পুজোয় এবার থাকছে বিশেষ চমক।
এককথায় এবারও বারাসতকে টেক্কা দিতে দীপান্বিতার আলোয় আলোকিত হবে রাজারহাট-নারায়ণপুর অঞ্চল।
বনগাঁয় সাবেকি পুজো বলতে হিন্দুমহাসভার পুজো৷এই পুজোকে ঘিরে বনগাঁর মানুষের বনেদিয়ানা চোখে পড়ার মতো। ৭৫ তম পুজো ঘিরে রয়েছে স্থানীয় মানুষের উন্মাদনা এবার ১৮ ফুট দৈর্ঘের প্রতিমার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে জোর কদমে , প্রতিমা শিল্পী প্রদীপ ভট্টাচার্য্য৷
অন্যদিকে উওর২৪পরগনা ও নদীয়ার সীমান্তবর্তী গ্রামে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার পরিচালিত কালী পুজো কে ঘিরে এখন থেকেই মেলা বসে গেছে এলাকায়৷ এবারে তাদের মন্ডপে থাকছে চমক, পাশাপাশি থাকছে আলোর খেলা এবং সেই সাথে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান৷ একই সাথে বাগদা,হ্যালেঞ্চা এলাকাতেও শ্যামা মায়ের পুজোর প্রস্তুতি চলছে দ্রুত গতিতে৷ প্রশাসন দুর্গা উৎসবের মত,কালীপুজোকেও শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করতে বদ্ধ পরিকর৷
দেখে নিন কালীপুজো অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার নির্ঘণ্ট-
পঞ্জিকা মতে কালীপুজো ৪ নভেম্বর। বৃহস্পতিবার দীপান্বিতা অমাবস্যা হওয়ায় বহু বাড়িতে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনাও হবে। অমাবস্যা তিথি ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত।
লক্ষ্মীপুজোর সময় সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত। অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত।