দেশের সময় ওয়েবডেস্কঃ হিন্দু ভাবাবেগে আঘাত এবং হিন্দু দেবীর সম্মানহানির অভিযোগে পরিচালক লীনা মণিমেকলেইয়ের ‘কালী’ তথ্যচিত্র ঘিরে বিতর্ক তুঙ্গে দেশজুড়ে।
কয়েকদিন আগেই টরন্টোর আগা খান মিউজিয়ামে ‘আন্ডার দ্য টেন্ট’ প্রোজেক্টের অধীনে এই তথ্যচিত্রটি দেখানো হয়েছিল। ছবিটির প্রদর্শিত হওয়ার পর টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পরিচালক। পোস্ট করেছিলেন ছবির পোস্টারও। এরপর থেকেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এমনকী কানাডার হিন্দুরাও অসন্তোষ প্রকাশ করেছেন এই পোস্টার ঘিরে।
এই বিতর্কের মাঝেই দুঃখপ্রকাশ করলেন মিউজিয়ামের কর্তৃপক্ষ। একটি বিবৃতি প্রকাশ করে তাঁরা লিখেছেন, ‘মিউজিয়াম কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখিত যে, ‘আন্ডার দ্য টেন্ট’ প্রোজেক্টের অধীনে দেখানো ১৮টি শর্ট ভিডিওর একটি ভিডিও ও সেই সংক্রান্ত একটি সোশ্যাল মিডিয়া পোস্টের ফলে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ভাবাবেগে আঘাত লেগেছে।’
উল্লেখ্য, ছবিটি প্রদর্শিত হওয়ার পর কানাডার ভারতীয় দূতাবাস বিবৃতিতে প্রকাশ করে জানায়, কানাডার হিন্দু সম্প্রদায়ের বহু মানুষই অসন্তুষ্ট এই ছবির পোস্টার দেখে। যেখানে দেখানো হয়েছে, কালীর মুখে সিগারেট এবং এক হাতে সমকামীদের পতাকা। এই পোস্টার ঘিরে বিতর্কের মাঝেই লীনার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে দেশে।
কালীর মুখে সিগারেট! একহাতে আবার সমকামী পতাকাও।পরিচালক লীনা মণিমেকালাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন তথ্যচিত্র ‘কালী’র পোস্টার শেয়ার করেছেন। যে পোস্টারে কালীর এহেন রূপ দেখে রেগে আগুন একাংশের মানুষ। হিন্দু দেবীর এমন সম্মানহানি এবং হিন্দু ভাবাবেগে আঘাত হানার কারণে মহিলা পরিচালকের বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি এবং উত্তর প্রদেশে এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু একদিনের মধ্যেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
রাজু দাস বলেন, লীনার তথ্যচিত্রের পোস্টার সনাতন ধর্ম এবং হিন্দু দেবদেবীদের জন্য অপমানজনক। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করেছেন, চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ছবিটি নিষিদ্ধ করা হোক।
‘কালী’র পোস্টারে লীনা যে ধৃষ্টতা দেখিয়েছেন তা দেখেই ক্ষিপ্ত মহন্ত। তাঁর বক্তব্য, ‘দেশের সাম্প্রতিক কিছু ঘটনা দেখো। নূপুর শর্মার মন্তব্যের পর দেশজুড়ে বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছিল। তুমিও কি সনাতন ধর্মকে অপমান করতে চাও? কী চাও, তোমার মাথা দেহ থেকে আলাদা হয়ে যাক? এটাই কী চাও?’
লীনা যদি এই মুহূর্তে ক্ষমা চেয়ে তথ্যচিত্রের পোস্টার তুলে নেন, তাহলে তাঁর ধৃষ্টতা ক্ষমাযোগ্য, জানিয়েছেন মহন্ত। হুমকির সুরে তিনি সবশেষে বলেন, যদি ছবিটি মুক্তি পায় এবং তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এমন পরিস্থিতি তৈরি করা হবে, যা তিনি সামলাতে পারবেন না।