Jyotipriya Mallick: ফের ‘জ়েড’ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পাচ্ছেন প্রাক্তন মন্ত্রী বালু

0
14

রেশন দুর্নীতি মামলায় জামিনে জেলমুক্তির পর আবার ‘জ়েড’ ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)।

জেল মুক্তির পর নিরাপত্তা ফিরছে জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রশাসন সূত্রে খবর  ‘জ়েড’  Z ক্যাটাগরির নিরাপত্তা পেতেন জ্যোতিপ্রিয়। এবার সেই নিরাপত্তা ফেরত পাচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দু’এক দিনের মধ্যেই নিরাপত্তারক্ষীদের দেখা যাবে জ্যোতিপ্রিয়র সঙ্গে।

জীবন কতটা ঝুঁকিপূর্ণ, তা বিচার করেই কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে থাকে। গত জানুয়ারি মাসে বালু জেল থেকে ছাড়া পেয়েছিলেন। ছাড়া পাওয়ার পর ‘ওয়াই টি’ (ওয়াই ক্যাটেগরি থ্রেট) নিরাপত্তা পান বালু। বিধাননগর কমিশনারেটের পুলিশ তাঁর বাড়িতে মোতায়েন থাকে। সেই নিরাপত্তা এ বার আরও বাড়ল। বর্তমান পরিস্থিতি বিচার করে রাজ্য পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর সূত্রের খবর। গ্রেফতারির আগেও তিনি এই জ়েড ক্যাটেগরির নিরাপত্তাই পেতেন।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় ১৫ মাস জেলের অন্ধকার কুঠুরিতে কাটিয়েছেন জ্যোতিপ্রিয়। সম্প্রতি ছাড়া পেয়েছেন জামিনে। পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না থাকার দরুনই তৃণমূল বিধায়ককে রেহাই দিয়েছিলেন বিচারক। জেলমুক্তির পর বিধানসভায়ও গিয়েছিলেন বালু। বাজেট অধিবেশনেও যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁর।

এই সবের মধ্যেই এবার জানা যাচ্ছে, ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে দেখা যাবে জ্যোতিপ্রিয়কে। তবে দলের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র দফতর পর্যবেক্ষণ ও পরীক্ষা-নীরিক্ষার পর এই সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেওয়া হবে বালুর নিরাপত্তা। বস্তুত, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে ‘ওয়াই টি’ (ওয়াই ক্যাটেগরি থ্রেট) নিরাপত্তা পান বালু। বিধাননগর কমিশনারেটের পুলিশ তাঁর বাড়িতে মোতায়েন থাকে।

জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সোমবারই ‘ডিরেক্টরেট অফ সিকিউরিটি’র সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। তার পরেই হাবড়ার বিধায়ক বালুর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু’দিনের মধ্যে তা প্রাক্তন মন্ত্রীকে ফিরিয়ে দেওয়া হবে।

২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন বালু। তার ১৪ মাস পরে গত ১৫ জানুয়ারি তিনি জামিন পান। ইডির মামলায় কলকাতার বিচার ভবন প্রাক্তন মন্ত্রীকে জামিন দিয়েছিল।

জেলমুক্তির পর বিধানসভাতেও গিয়েছিলেন বালু। সম্প্রতি বাজেট অধিবেশনেও যোগ দিয়েছিলেন। গ্রেফতারির পর বালুর মন্ত্রিত্ব চলে যাওয়ায় বিধানসভায় তাঁর আসন বদলেছে। তবে জেলমুক্তির পর তাঁকে বিধানসভার দু’টি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বও দেওয়া হয়েছে। লোকাল ফান্ড অ্যাকাউন্ট এবং অচিরাচরিত শক্তি দফতরের (পাওয়ার অফ নন-কনভেনশনাল এনার্জি সোর্সেস) স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেয়েছেন বালু।

Previous articleJyotipriya mallick সোশ্যাল মিডিয়া’কে পাখির চোখ করে ছাব্বিশের ভোটের ‘ছক’ কষছেন বালু
Next articleBangladesh: ‘খেলা’ শেষ হচ্ছে ইউনূসের? বাংলাদেশে  ভোটে বড় জয় আওয়ামী লিগের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here