Jyotipriya Mallick Arrested: গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক! ‘বালুর সুগার আছে’, জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছে বালুকে, আজই আদালতে পেশ করা হবে বনমন্ত্রীকে

0
332

দেশের সময় ,কলকাতা: কেন্দ্রীয় সংস্থার জালে আরও এক মন্ত্রী। এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩ টে ২০ মিনিটে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

সল্টলেকের বি সি ব্লকের বাড়ি থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় ইডি-র দফতর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। সেখানেও এক দফা জেরা চলছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল থেকে একটানা ২১ ঘণ্টার তল্লাশি চলে মন্ত্রীর বাড়িতে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি এই মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হওয়ার পরই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম সামনে আসে। আর পুজো শেষ হতেই বৃহস্পতিবার সকালে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি-র টিম। তাঁর সল্টলেকের দুটি বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার ফের রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করা হল।

এই মুহূর্তে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে জোত্যিপ্ৰিয় মল্লিক রয়েছেন। ইডি সূত্রে জানা গিয়েছে, বনমন্ত্রী তথা খাদ্যমন্ত্রীর বয়ানে এ দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের সময় একাধিক অসঙ্গতি ছিল। আয় ব্যয়ের হিসেব-সহ অন্যান্য একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন খাদ্য মন্ত্রীকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এদিকে সুগার সহ একাধিক শারীরিক অসুস্থতা রয়েছে মন্ত্রীর। 

শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ কড়া প্রহরায় মেডিক্যাল চেকআপের জন্য তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হল। জোকা ইএসআই হাসপাতালে মন্ত্রীর শারীরিক পরীক্ষা করা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।

তারপর তাঁকে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্কশাল আদালতে। ইডি আধিকারিকরা মন্ত্রীকে জেরার জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন বলেই সূত্রের খবর।

বিস্তারিত আসছে…

Previous articleJyotipriya Mallick :রেশন বণ্টন মামলায় ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয়, ‘কি বললেন বনমন্ত্রী!
Next articleJyotipriya Mallick: বালু-বাকিবুর যোগাযোগের ‘প্রমাণ মিলেছে’! ইডি সূত্রে দাবি , ‘স্মার্টওয়াচ পাচ্ছি না’, বিচারকের কাছে কাতর আর্জি জ্যোতিপ্রিয়র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here