দেশের সময় কলকাতা :রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি রয়েছেন ফুলবাগানের এক হাসপাতালে। শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রেশন দুর্নীতি মামলায় জেলে বন্দি রয়েছেন তিনি। জেলে থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর।
আজ, বৃহস্পতিবার তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরেই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানির সময়েই প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি জানানো হয়। রেশন দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তিনি হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি ইডিকে আগে থেকে না জানানোয় কিছুটা অসন্তোষ প্রকাশ করে তদন্তকারী সংস্থা।
আদালতে ইডি জানায়, যে হেতু তারাই গ্রেফতার করেছিল জ্যোতিপ্রিয়কে, তাই সৌজন্যমূলক ভাবে হলেও বিষয়টি তাদের জানানো উচিত ছিল। ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের জন্য বৃহস্পতিবার আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী। তবে তাতে আপত্তি জানায় ইডি। একটি লিখিত জবাবও দিয়েছে তদন্তকারী সংস্থা। ইডির ওই জবাব পড়ার জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়েছেন জ্যোতিপ্রিয়ের আইনজীবী। আগামী ২০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারির পর থেকেই তাঁর একাধিক শারীরিক সমস্যার কথা উঠে এসেছে। গ্রেফতারি পরবর্তী সময়ে বেশ কয়েক বার তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কখনও রক্তচাপের সমস্যা, কখনও বুকে ব্যথা অনুভব করার কারণে তাঁকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। কখনও এসএসকেএম হাসপাতালে, কখনও আবার জ্যোতিপ্রিয়ের পছন্দের বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই জানিয়েছিল, এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন মেয়ের হাতে একটি চিঠি দেওয়ারও চেষ্টা করেছিলেন জ্যোতিপ্রিয়। পরে সেই চিঠি তাঁর কেবিনের বাইরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মারফত তদন্তকারী আধিকারিকদের হাতে পৌঁছয়। তা নিয়েও কম জলঘোলা হয়নি। অতীতে বিভিন্ন সময়ে তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু তা মঞ্জুর হয়নি।
গত বছর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপর থেকে বারবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁর মাথা ঘোরার কারণ জানতে হেড আপ টিলট টেবল টেস্ট’ পরীক্ষার পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকরা। এসএসকেএমে গঠিত হয়েছিল মেডিক্যাল বোর্ড। এই মামলায় অনেকে ইতিমধ্যে ছাড়া পেয়ে গেলেও প্রাক্তন মন্ত্রী এখনও অব্যাহতি পাননি।