Jyotipriya Mallick: ‘মুক্তি’ মিলল না,রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ফের ৭ দিনের ইডি হেফাজত

0
278

দেশের সময়, কলকাতা: ‘বৃহত্তর ষড়যন্ত্র। তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক’। আদালতে নিজের জামিনের আবেদন করলেন না রেশন দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর মন্ত্রীকে আরও ৭ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেন ইডি-র আইনজীবী।

স্বস্তি পেলেন না রেশন দুর্নীতি বন্টন কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। আরও সাত দিন তাঁকে ইডি হেফাজতে থাকতে হবে।

সোমবার জ্যোতিপ্রিয়কে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। বিচারক তাঁকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। ১৩ নভেম্বর ফের আদালতে পেশ করা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই রেশন দুর্নীতি বন্টন মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়। স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হয় আদালতে।

বিচারক ৬ নভেম্বর পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আদালতে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। ছাড়া পাওয়ার পর সোজা সিজিও কমপ্লেক্স। সেখানে জিজ্ঞাসাবাদ চলেছে। এরপর ফের সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়। শুনানির পর বিচারক আরও সাত দিন তাঁর ইডি হেফাজতের নির্দেশ দেন। 

Previous articleJyotipriya Mallick: “আমি নির্দোষ-আমি নির্দোষ – আমি নির্দোষ”! আদালতের পথে বললেন বালু
Next articleAssam Rifles save Manipur Police Commandos: মণিপুর পুলিশের কনভয়ে জঙ্গি হামলা, কি ভাবে বাঁচাল অসম রাইফেলস, দেখুন ভাইরাল ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here