Jyotipriya Mallick : বিচারকের নির্দেশ শুনেই আদালতে অজ্ঞান জ্যোতিপ্রিয়! করলেন বমিও, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মন্ত্রীকে

0
410

দেশের সময় , কলকাতা: গ্রেফতারির পর শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ব্যাঙ্কশাল আদালতে শুনানির সময় ঘটল অপ্রীতিকর ঘটনা। শুনানির সময় আদালত কক্ষেই অসুস্থ বোধ করেন জ্যোতিপ্রিয়। আদালত কক্ষেই জ্ঞান হারান প্রাক্তন খাদ্যমন্ত্রী। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি।

গ্রেফতারির পর এদিন আদালত কক্ষে তোলা ধৃত বনমন্ত্রীকে। দীর্ঘ ৪৫ মিনিট ধরে চলে শুনানি। ব্যাঙ্কশাল আদালতে চলতে থাকে সওয়াল-জবাব। ইডির তরফে ধৃত মন্ত্রীকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। পালটা মন্ত্রীর অসুস্থতার কথা তুলে ধরেন তাঁর আইনজীবী। সওয়াল জবাবের পর বিচারক জ্যোতিপ্রিয়কে ৬ নভেম্বর অবধি ইডি হেফাজতের নির্দেশ দেন। তখন কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন ধৃত মন্ত্রী। দাবি মেনে আদালত মন্ত্রীকে তদন্তকারী সংস্থার হেফাজতের নির্দেশ দিতেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান জ্যোতিপ্রিয়।

মন্ত্রী আদালত কক্ষে অসুস্থ হয়ে পড়তেই তাঁকে তুলে একটি চেয়ারে বসানো হয়। ছুটে আসেন বিচারক। মন্ত্রী অসুস্থ হতেই দু’পক্ষের আইনজীবীদের মধ্যে বচসা শুরু হয়। একদিকে ইডি তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করে। অন্যদিকে জ্যোতিপ্রিয়র আইনজীবীরা অ্যাম্বুল্যান্স ডেকে কোনও বেসরকারি হাসপাতালে মন্ত্রীকে নিয়ে যাওয়ার কথা বলতে থাকেন। এই মুহূর্তে মন্ত্রীকে ব্যাঙ্কশাল আদালতের দোতলার একটি ঘরে বসিয়ে রাখা হয়েছে।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে ৬ নভেম্বর অবধি ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক তনুময় কর্মকার। ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠন করে মন্ত্রীর চিকিৎসা শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃত মন্ত্রীকে বাড়ির খাবার দেওয়া যাবে বলে জানিয়েছে আদালত। বিচারকের নির্দেশ, প্রত্যেকদিন এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন জ্যোতিপ্রিয়।

Previous articleJyotipriya Mallick: বালু-বাকিবুর যোগাযোগের ‘প্রমাণ মিলেছে’! ইডি সূত্রে দাবি , ‘স্মার্টওয়াচ পাচ্ছি না’, বিচারকের কাছে কাতর আর্জি জ্যোতিপ্রিয়র
Next articleLaxmi Puja2023: লক্ষ্মীপুজোর বাজারে হিমশিম মধ্যবিত্ত,চূড়ান্ত ব্যস্ততা বাংলার ঘরে ঘরে: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here