Jyotipriya Mallick: ‘বালু জেলাটা শেষ করছে!’ মমতার লাইভে ‘বিরূপ’ মন্তব্যের পর থেকে ‘নিখোঁজ’ বনগাঁর তৃণমূল কর্মী

0
1722

‘বালু জেলাটা শেষ করেছে’, মমতার লাইভে রাজ্যের মন্ত্রীকে ‘বিরূপ’ কমেন্ট বনগাঁর তৃণমূল কর্মীর

দেশের সময় বনগাঁ: বিস্ফোরক অভিযোগ তৃণমূল কর্মীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভে খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে মন্তব্য উত্তর ২৪পরগনার বনগাঁর এক তৃণমূল কর্মীর। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তার পর থেকেই সিন্টু ভট্টাচার্য নামে ওই তৃণমূল কর্মী ‘নিখোঁজ’ বলে তাঁর পরিবারের দাবি।


সোমবার ফেসবুক লাইভে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান নিয়ে লাইভ করেন তিনি। সেই সময় লাইভেরই কমেন্টে জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করেন ওই তৃণমূল কর্মী। পরে তাঁর পরিচয় জানতে পারা যায়।

বনগাঁ ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিন্টু ভট্টাচার্য। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই রবিবার হাবরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই এলাকারই তৃণমূল কর্মী তন্ময় রায়।

লিখিত অভিযোগ পেয়ে পুলিশ সিন্টু ভট্টাচার্যকে ধরতে তল্লাশি শুরু করেছে। এদিকে, সিন্টুর ভাই মিন্টুর দাবি, দাদা একটা কমেন্ট করেছিল। সেই কারণে পুলিশ বাড়িতে এসে আমাদের সঙ্গে বাজে ব্যবহার করছে। অন্যদিকে, তাঁর বাবার দাবি, ছেলে ভুল করে ফেলেছে, সেটা যত দ্রুত সম্ভব মিটে যায় সেটা চাইবো।

এই বিষয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য বলেন, ‘একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। উন্নয়নের কান্ডারী তিনি। তাঁর বিরুদ্ধে এমন ধরনের কমেন্ট করছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ।’

পাশাপাশি বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের অভিভাবক। তাঁর প্রসঙ্গে ফেসবুকে বাজে মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দলের তাকে প্রশ্রয় দেব না।’ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আইন আইনের পথে চলবে।’’

এই বিষয়ে এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বনগাঁ জেলে বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, একজন তৃণমূল কংগ্রেসের বন মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করায় তৃণমূল কংগ্রেসের কর্মী এই অবস্থা তাহলে ভাবুন সাধারণ মানুষের কী অবস্থা।

থানায় লিখিত সেই অভিযোগের পরেই সিন্টুকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Previous articleLive AsaniCyclone: ‘‌অশনি’‌ কত দূর?!‌কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস , বাড়তি সতর্ক পুরসভা
Next articleCyclone Asani: বিপদ কেটে গেছে! বাংলায় ‘অশনি’-র প্রভাব তেমন পড়বে না বলে জানাল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here