Jyotipriya Mallick বালু বিদায় :বনমন্ত্রীর পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়’কে

0
145

দেশের সময়, কলকাতা :রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার রাজভবনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্যোতিপ্রিয়ের বদলে বিরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক ওই দুই দফতর সামলাবেন।

রেশন দুর্নীতির অভিযোগে প্রায় সাড়ে তিনমাস জেলবন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার সন্ধেয় অফিসিয়ালি তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর কথা জানানো হল। 

মন্ত্রিসভার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বন এবং শিল্পোদ্যোগ দফতরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় ওরফে বালু।

সূত্রের খবর, এখন থেকে বন দফতর সামলাবেন বীরবাহা হাঁসদা। তাঁকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। অন্যদিকে সেচ ও জলপরিবহণ দফতরের পাশাপাশি পার্থ ভৌমিককে এখন থেকে সামলাতে হবে শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দফতরও।

শুক্রবার এক বিবৃতিতে রাজভবন জানিয়েছে, সংবিধানের ১৬৬ (৩ ) অনুচ্ছেদ মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস জ্যোতিপ্রিয়কে রাজ্যের বন দফতর এবং শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠনের দফতরের দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দিচ্ছেন। 

রেশন দুর্নীতি মামলায় প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গত ২৬ অক্টোবর গভীর রাতে রাজ্যের বনমন্ত্রী (প্রাক্তন খাদ্যমন্ত্রী) জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি।

প্রায় সাড়ে তিন মাসের ব্যবধানে এবার মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল বালুকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। দল থেকেও পার্থকে বহিষ্কার করে তৃণমূল। অর্থাৎ জ্যোতিপ্রিয় এখন থেকে স্রেফ বিধায়ক। দলগতভাবেও তাঁর বিরুদ্ধে তৃণমূল কোনও পদক্ষেপ নেবে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। সূত্রের খবর, আদালতে জমা দেওয়া চার্জশিটে রেশন দুর্নীতির অন্যতম মাথা হিসেবে জ্যোতিপ্রিয়র নাম উল্লেখ করেছেন তদন্তকারীরা।
ইডির দাবি, রেশনে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। জ্যোতিপ্রিয়র মদতেই বাকিবুরদের দুর্নীতি দিনকেদিন বেড়ে গিয়েছে। এমনকী দুর্নীতির টাকা উপার্জন করে বাকিবুর সেই টাকা ঘুরপথে মন্ত্রীকে পাঠিয়েছেন, এমন বিস্ফোরক তথ্যও চার্জশিটে উল্লেখ করেছে ইডি।

Previous articleMithun Chakraborty আসন্ন লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন ? কবে থেকে শুরু করবেন প্রচার? দেব , সন্দেশখালি এ সব প্রশ্নের জবাব দিলেন মিঠুন!
Next articleFilm’s:ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সাদা রঙের পৃথিবী , ফিল্মের প্রচারের জন্য হুগলিতে বার্জ রাইডে কাস্ট এবং ক্রু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here