Job Interview Questions: চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? এই প্রশ্নগুলিতে চোখ বুলিয়ে যেতে মোটেই ভুলবেন না

0
569

বর্তমানে দেশের অনেক ক্ষেত্রেই  বেসরকারীকরণ শুরু হয়ে গেলেও, সরকারি চাকরির প্রতি আজও আকর্ষণ অটুট। কে না চায় সরকারি চাকরির সুরক্ষিত জীবনে থিতু হতে। কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না ৷ তার জন্য দরকার পরিশ্রম ৷ আবার শুধু পড়লেই হবে না ৷ কী  পড়ছি কেন পড়ছি সেটা জানাও জরুরি৷ যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞান ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় ৷ আর তাই যাঁরা চাকরির পরীক্ষার জন্য নিজেদের  তৈরি করছেন, তাঁদের জন্য শুরু হল “দেশের সময় ” -এর নতুন বিভাগ, ” পড়ার সময় ” ৷ আপনার চাকরির পরীক্ষার মুশকিল আসান

দেশের সময়
(১) কোন রাজ্য সরকার গৃহহীন বয়স্কদের আশ্রয় দিতে Elder Line নামে পরিষেবা চালু করল?
উত্তর: উত্তরপ্রদেশ।
উত্তরপ্রদেশ সমাজ কল্যাণ বিভাগ Elder Line 14567 পরিষেবা চালু করেছে। এর উদ্দেশ্য অসহায় বৃদ্ধ ব্যক্তিদের উদ্ধার করা এবং তাঁদের বৃদ্ধাশ্রমে আশ্রয় দেওয়া।

(২) পশ্চিমবঙ্গের নয়া নির্বাচন কমিশনারের নাম কী?
উত্তর: রাজীব সিনহা। তিনি এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

(৩) ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম কী?
উত্তর: রাজীব কুমার। তিনি ভারতের ২৫ তম মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত। নির্বাচন কমিশনারের কথা ভারতের সংবিধানের ৩২৫ নম্বর আর্টিকেলে বলা আছে।

(৪) জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়?
উত্তর: ২৫ জানুয়ারি।

(৫) কোন ব্যাঙ্ক এটিএমগুলিতে UPI -তে ক্যাশ তোলার সুবিধা চালু করল? উত্তর: ব্যাঙ্ক অব বরোদা। এই ব্যাঙ্কটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০৮ সালে। সদর দফতর গুজরাতের ভাদোদরায়

(৬) UPI এর পুরো কথাটি কী?
উত্তর: ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস

(৭) বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালিত হয়?
উত্তর: ৭ জুন। এই দিনটি পালনের উদ্দেশ্য জাতিসঙ্ঘের অন্তর্ভুক্ত দেশগুলিকে খাদ্য নিরাপত্তার মানকে অগ্রাধিকার দেওয়া এবং ভোক্তাদের খাদ্যবাহিত রোগ থেকে রক্ষা করার জন্য যৌথভাবে কাজ করতে উদ্বুদ্ধ করা।

(৮) কোন দেশ বিনামূল্যে ডিজিট্যাল জন্ম শংসাপত্র চালু করল?
উত্তর: ইজরায়েল। জনসাধারণের ই-মেল বা মোবাইল অ্যাপের মাধ্যমে এই শংসাপত্রটি প্রেরণ করা হবে। ব্যক্তিগতভাবে যাতে সরকারি অফিসে গিয়ে হত্যে দিয়ে বসে থাকতে না হয়, সেজন্যই এই উদ্যোগ নিয়েছে ইজরায়েল সরকার।

(৯) ইজরায়েলের মুদ্রার নাম কী?
উত্তর: শেকেল

(১০) ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রুজ জাহাজ MV Empress চেন্নাই থেকে কোন দেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে?
উত্তর: শ্রীলঙ্কার উদ্দেশে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল দেশের প্রথম আন্তর্জাতিক ক্রুজ ভেসেলটির যাত্রার সূচনা করেছেন।

(১১) কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ডাচ বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান Spinoza Award পেয়েছেন?
উত্তর: জয়িতা গুপ্তা। ডাচ বিজ্ঞানের এই পুরস্কারটিকে ডাচ নোবেল পুরস্কার হিসেবে উল্লেখ করা হয়। এর পুরস্কার মূল্য ১.৫ মিলিয়ন ইউরো।

(১২) কোন মন্ত্রণালয় Mission Advanced and High Impact Research নামে একটি জাতীয় মিশন চালু করেছে?
উত্তর: মিনিস্ট্রি অব পাওয়ার অর্থাৎ শক্তি মন্ত্রণালয়। এর লক্ষ্য বিদ্যুৎ খাতে সর্বশেষ ও উদীয়মান প্রযুক্তির দেশীয় গবেষণা ও প্রযুক্তির সুবিধা প্রদান করা।

(১৩) কোন রাজ্য সরকার এক হাজার কোটি টাকা ব্যয়ে নন্দা বাবা মিল্ক মিশন প্রকল্প চালু করেছে?
উত্তর: উত্তরপ্রদেশ। এর মূল উদ্দেশ্য দুধ উৎপাদকদের দুগ্ধ সমবায় সমিতির মাধ্যমে গ্রামে যৌক্তিক মূল্যে গ্রামে তাঁদের দুধ বিক্রি করার সুবিধা প্রদান করা।

(১৪) কোন দেশ Fattah নামে দেশীয় হাইপারসোনিক মিসাইল লঞ্চ করল?
উত্তর: ইরান। এটি শব্দের চেয়ে ১৫গুণ বেশি গতি। ফার্সি ভাষায় মিসাইলটি বিজেতা নামে পরিচিত।

(১৫) কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: বাংলার নবাব মিরকাশিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়।

(১৬) ভারত শাসন আইন কত খ্রিষ্টাব্দে পার্লামেন্টে পাশ হয়?
উত্তর: ১৯৩৫

(১৭) কাকোরি ষড়যন্ত্র মামলা কত খ্রিষ্টাব্দে হয়েছিল?
উত্তর: ১৯২৫ সালের ৯ আগস্ট হয়েছিল।

(১৮) দেশের জলাভূমি ও ম্যানগ্রোভকে পুনরুজ্জীবিত করতে যে দু’টি প্রকল্প চালু হয়েছে, তার নাম কী?
উত্তর: অমৃত ধারোহর ও মিষ্টি প্রকল্প।

(১৯) কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর শিক্ষা ও উপার্জন স্কিম নামে প্রোগ্রাম চালু করল?
উত্তর: মধ্যপ্রদেশ।

(২০) সম্প্রতি কে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন?
উত্তর: জেসিন্ডা আর্ডান।

Previous articleAkhand Bharat’ map: অখণ্ড ভারতের মানচিত্র নিয়ে তোলপাড় বাংলাদেশে, কী প্রতিক্রিয়া দিল নয়াদিল্লি
Next articleWB Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে বিরোধীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here