Jio New Electric Cycle: এবার কলকাতা থেকে দীঘা-পুরী পৌঁছে যাবেন একবার চার্জেই! জিয়ো-র নতুন চমক ই-সাইকেল

0
16
হীয়া রায় , দেশের সময়

বিরাট মাইলেজ, দুর্দান্ত ডিজাইন, আর্কষণীয় ফিচার্স! বাজারে দাপিয়ে বেড়াবে jio ই-সাইকেল

ইলেকট্রিক স্কুটি-সাইকেলের চাহিদা এখন আকাশছোঁয়া। এবার ভারতের বাজারে আসতে চলেছে জিওর নতুন বৈদ্যুতিক সাইকেল? রিপোর্ট ঘিরে জোর জল্পনা। জিও’র এই নতুন ই-সাইকেলে দাম কত হবে, একবার চার্জে কত কিলোমিটার চলবে? চলুন জেনে নেওয়া যাক।

জিয়ো চমক দিতে অভ্যস্ত। তা সে ফ্রি-তে ইন্টারনেট হোক বা সস্তার রিচার্জ প্ল্যান। এবার ইলেকট্রিক বাইসাইকেলের জগতেও পা রাখতে চলেছে রিলায়েন্স জিয়ো। বাজারে আসছে ই-বাইক, যার মধ্যে থাকছে দুর্দান্ত সব ফিচার্স। আর দাম ৩০ হাজার টাকারও কম!

রিলায়েন্স জিয়ো জানিয়েছে, তারা একটি ইলেকট্রিক বাইসাইকেল আনতে চলেছে, যা ই-বাইকের দুনিয়ায় রেকর্ড তৈরি করবে।

একবার চার্জেই এই বাইক ৪০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে।

লিথিয়াম আয়ন ব্যাটারি হওয়ায় এই ই-বাইকের কার্যক্ষমতা যেমন ব্যাপক হবে, তেমনই আবার মেয়াদও দীর্ঘমেয়াদী হবে।

জিয়ো জানিয়েছে, এই বাইকে ফাস্ট চার্জিং ফিচার থাকবে,আরও একটি সুবিধা হল, এটি রিমুভেবল ব্যাটারি। ফলে ই-বাইক থেকে খুলে অন্যত্রও চার্জ দেওয়া যাবে। থাকবে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যা কার্যক্ষমতা বাড়াবে।

শোনা যাচ্ছে, জিয়োর এই ই-বাইকে শক্তিশালী ২৫০ থেকে ৫০০ ওয়াটের ইলেকট্রিক মোটর থাকবে। ফলে পাহাড়ি রাস্তাতেও এই বাইক চালানো যাবে। থাকবে একাধিক রাইডিং মোড, যেমন ইকো, নর্মাল ও স্পোর্টস। রাস্তায় হঠাৎ চার্জ শেষ হয়ে গেলেও সমস্যা হবে না, কারণ এতে থাকবে প্যাডেলও।

এছাড়া এলইডি লাইট, জিপিএস, ব্লুটুথ ও মোবাইল অ্যাপ ইন্টিগ্রেশনের ফিচার থাকবে।

ই-বাইকের দাম-
সাধারণত ই-বাইক যথেষ্ট দামি হলেও, জিয়ো এই বাইকের দাম সকলের সাধ্যের মধ্যেই রাখছে। শোনা যাচ্ছে, ই-বাইকের দাম হতে পারে

Previous articleSex workers: গাঙ্গুবাঈয়ের মতো অধিকার বুঝে নেওয়ার জেদ কমাতে চান না যৌনকর্মীরা !
Next articleCentral Drug Controlপরীক্ষায় ফেল ‘ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস ’- এর রিঙ্গার্স ল্যাকটেটের ১৬ টি ব্যাচ সহ দেশের ৯৩টি ওষুধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here