Jhulan Yatra: জীবন্ত মডেলে সাজানো ঝুলন মহোৎসব দেখতে মানুষের ঢল বনগাঁর শিমুল তলায়

0
565

অর্পিতা বনিক, বনগাঁ: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন। ঠিক এইরকম একটি জনপ্রিয় উৎসব হল ঝুলন যাত্রা। ঝুলন পূর্ণিমার আগেই বাঙালির ঘরে ঘরে ঝুলন পাতার পর্ব বর্তমানে একেবারেই শেষ। তবে এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে ইছামতির শহর বনগাঁয় উৎসাহ নেহাতই কম নয়।

প্রায় লুপ্ত হয়ে যাওয়া বাঙালির এই প্রাচীন ঐতিহ্য যা আজও বজায় রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর শিমুল তলায় ৷ এবারও এখানে বিশেষ ভাবে থিম পরিবর্তন করে এই ঝুলন যাত্রা পালন করা হচ্ছে। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য জানান, এবছর জীবন্ত মডেলে সাজানো হয়েছে ঝুলন যাত্রার মঞ্চ ৷

কথায় আছে, বাঙালীর একটি গুরুত্বপূর্ন ও জনপ্রিয় উৎসব হল ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা মূলত বৈষ্ণব ধর্মের বিভিন্ন উৎসবগুলির মধ্যে অন্যতম একটি উৎসব। মথুরা, বৃন্দাবনের পাশাপাশি বাংলাতেও নাচ, গান, আনন্দের সঙ্গে রাধা কৃষ্ণের আরাধনায় মেতে ওঠে সকলেই। ঝুলন যাত্রা নিয়ে ছোট বেলার সুন্দর কিছু স্মৃতি যেন সকলের মনেই চিরজীবন বহাল থাকে। দেখুন ভিডিও


তবে আম বাঙালীর কাছে ঝুলন মানেই ছোট ছোট মূর্তি দিয়ে বাস্তবিক জীবনের বিভিন্ন কাহিনি ফুটিয়ে তোলা। ঠিক এমনই এক অভিনব উদ্যোগ নিল বনগাঁর শিমুলতলা রাধা গোবিন্দ মন্দির কমিটি । এখানকার ঝুলন যাত্রার বিশেষত্ব হল এই এক সপ্তাহ রাধা কৃষ্ণ-এর মূর্তি ছাড়ও বিভিন্ন রকমের থিম তুলে ধরা হয়েছে এখানে ৷


হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা । একাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ। দোল পূর্ণিমার পরে বৈষ্ণবদের আরও একটি বড় উৎসব ঝুলন।


বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব-স্মৃতি, সখা-সখীদের সঙ্গে দোলনায় দোলার লীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। মূলত রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব ঝুলন। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর এবং বিশ্বের যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অবস্থান, সেই সব জায়গায় এই উৎসব আড়ম্বরের সহিত পালিত হয়।


শাস্ত্রে বলা হয়েছে-
“অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিতঃ।
ভজতে তাদৃশীঃ ক্রীড়াঃ যাঃ শ্রুত্বা তৎপরো ভবেৎ।।”
ভগবান ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলা করেন।
বৃন্দাবনে একটি বিখ্যাত প্রবাদ আছে যে বৃন্দাবনে প্রতিদিনই উৎসব। এই কারণে, লোকেরা সর্বদা বৃন্দাবনের মন্দিরে এসে ভগবানের দর্শনের অপেক্ষায় থাকে। এর পাশাপাশি ব্রজের সমস্ত উৎসবও সারা বিশ্বের ভক্তদের আকর্ষণ করে। শ্রী রাধারমণ মন্দির বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। এর সঙ্গে এই মন্দিরটি সপ্ত দেবালয়ের অন্তর্ভুক্ত। এই মন্দিরে হরিয়ালি তিজ থেকে শুরু হয়েছে ভগবানের ঝুলন মহোৎসব।

Previous articleMedical bank kolkata : ‘ডেঙ্গু নয়, মশা যাক, মানুষ থাক’! রাখি বন্ধন উৎসবে যুগান্তকারী উদ্যোগ মেডিক্যাল ব্যাঙ্কের
Next articleWest Bengal Police: জেমস বন্ড !১০২ কেজি ওজন নিয়ে দৌড়ে রানাঘাটে ডাকাত ধরলেন এএসআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here