দেশের সময়: কাশ্মীরে ফের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। আজ সকাল থেকেই ওই অভিযান শুরু হয়েছে পুঞ্চ জেলায়। ৩৯ রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, অভিযান চলাকালীন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ একটি গোপন আস্তানা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে। সেখান থেকে আইইডি তৈরির সরঞ্জামও মিলেছে।
বাহিনীর ধারণা, কাশ্মীরে কোনও বড়সড় নাশকতার জন্য ওই ঘাঁটিতে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। তবে জঙ্গিদের কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। বম্ব ডিজপোজাল স্কোয়াড উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করছে বলে জানানো হয়েছে বাহিনীর তরফে। মেন্ধারের পুলিশ আধিকারিক সাজাদ আহমেদ বলেছেন, এদিনের অভিযোগে জঙ্গি ঘাঁটি থেকে সন্দেহভাজন আইইডি উদ্ধার করা হয়েছে। এলাকার বাসিন্দাদের সামনেই সেটি নিষ্ক্রিয় করা হয়।