Jammu and Kashmir কাশ্মীরে যাত্রাপথে হঠাৎই জঙ্গিদের কবলে সেনা অ্যাম্বুলেন্স, চলল গুলি, সহযোদ্ধাদের বাঁচাতে প্রাণ দিল ফ্যান্টম

0
133

দেশের সময় ওয়েবডেস্কঃ বীর সে। ভারতের রক্ষায় সবদিকে ছিল তীক্ষ্ম নজর। এতটুকু আঁচ পেলে ঝাঁপিয়ে পড়ত শত্রু বাহিনীর ওপর। সে সঙ্গে থাকলে সেনবাহিনী পেত অদ্ভুত মনোবল। সোমবারও ছিল যুদ্ধক্ষেত্রে। সেই সংঘর্ষ চলাকালীন দেশের জন্য প্রাণ দিল সে। নাম ফ্যান্টম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সেনাবাহিনীতে। 

ফ্যান্টম এক সেনা কুকুর। বয়স মাত্র চার, প্রজাতিতে পুরুষ বেলজিয়ান ম্যালিনোইস। জানা গিয়েছে, সোমবার নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মুর খুর এলাকায় সৈন্য ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছিল। সেই সময়ই মৃত্যু হয় তার। গত বছর সেপ্টেম্বরে জঙ্গি দমন অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ভারতীয় সেনার ডগ স্কোয়াডের ল্যাব্রাডর কেন্টের। ঠিক এক বছর পর সোমবার জম্মু-কাশ্মীরের আখনুরে জঙ্গিদমন অভিযানে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল সেনার কুকুর ফ্যান্টমের। বিশ্বস্ত সঙ্গীকে হারিয়ে সমাজমাধ্যমে শোকবার্তা দিল সেনা।

গত বছর সেপ্টেম্বরে জঙ্গি দমন অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ভারতীয় সেনার ডগ স্কোয়াডের ল্যাব্রাডর কেন্টের। ঠিক এক বছর পর সোমবার জম্মু-কাশ্মীরের আখনুরে জঙ্গিদমন অভিযানে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল সেনার কুকুর ফ্যান্টমের। বিশ্বস্ত সঙ্গীকে হারিয়ে সমাজমাধ্যমে শোকবার্তা দিল সেনা।

ঠিক কী ঘটেছিল? হোয়াইট নাইট কর্পস তাদের এক্স হ্যান্ডেলে বলেছে, জম্মু থেকে ৮৫ কিমি দূরে সৈন্যদের একটি অ্যাম্বুলেন্স ঘেরাও করে জঙ্গিরা। জায়গাটা আখনুর এ। সোমবার সকাল ৭ টা থেকে শুরু হয় গুলির লড়াই। প্রায় ৮ ঘণ্টা ধরে চলে সেই যুদ্ধ। সঙ্গীদের বাঁচাতে সামিল হয় ফ্যান্টমও। হঠাৎই এক গুলি এসে লাগে জঙ্গিদের পক্ষ থেকে। মারাত্মক জখম হয়, কিছুপরে মারা যায় সে।  সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স মুক্ত হয় জঙ্গিদের কবল থেকে। একজন জঙ্গিকে ধরাও গিয়েছে। নিরস্ত্র করা হয়েছে তাঁকে। 

https://x.com/Whiteknight_IA/status/1850921449499848969?t=NCJ-o9adPg5Zow70vSqO-g&s=19

সেনা সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৫ মে মাসে জন্ম ফ্যান্টমের। একাধিক ইউনিটে কাজ করেছে সারমেয়টি। বহু জঙ্গিদমন অভিযানে জওয়ানদের সঙ্গী হয়েছে। সাফল্যের সঙ্গে নিজের কর্তব্য পালন করেছে।

উল্লেখ্য, ফ্যান্টম, ২০২২ সালের আগস্টে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এর আগে গত বছরও জঙ্গিদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের সময় কর্তব্যরত অবস্থায় মারা যায় আর এক কুকুর। তাঁর নাম কেন্ট। একজন মহিলা ল্যাব্রাডর। 

২০২৩ সালের সেপ্টেম্বরে ছয় বছর বয়সী কেন্ট জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এক এনকাউন্টারের সময় ক্রমাগত গুলি বর্ষণের মাঝে পরে নিজের জীবন দিয়েছিল। সে যাত্রায় বেঁচে গিয়েছিল সেনাবাহিনী। 

Previous articleTamluk Court রামকৃষ্ণ মিশনে ২০ দিন সেবামূলক কাজ করার শর্তে ৫ জুয়াড়ির জামিন তমলুক আদালতে
Next articleHasnabad Incident ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রোগিণীকে ধর্ষণ! ছবি ফাঁস করে দেওয়ার হুমকি, হাসনাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত ডাক্তার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here