Jaipur:‌ রাস্তায় চলন্ত বাইকে চুম্বনরত অবস্থায় যুগল,কড়া ব্যবস্থা নিল পুলিশ

0
323

দেশের সময় , ওয়েবডেস্কঃ জয়পুরের রাস্তায় রয়্যাল এনফিল্ডে চুম্বনরত অবস্থায় যুগল। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নিল পুলিশ।

ভাইরাল ভিডিওয় দেখা গেছে, ব্যস্ত রাস্তায় বাইকে যাচ্ছেন যুগল। মাথায় হেলমেট নেই। চলন্ত বাইকেই চুম্বনরত অবস্থায় ছিলেন তাঁরা। যুবতী বসেছিলেন পিছনের আসনে। যুবক বিপদের পরোয়া না করেই পিছন ঘুরে তরুণীকে চুম্বন করতে থাকেন। বেশ কিছুক্ষণ চলে এই চুম্বনপর্ব। বাইক চলতে থাকা অবস্থাতেই। পিছনের গাড়ি থেকে কেউ বা কারা এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যা ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।

ভিডিওটি নজরে আসতেই ব্যবস্থা নেয় জয়পুর ট্রাফিক পুলিশ। বাইকচালক যুবককে চিহ্নিত করা হয়। ট্রাফিক আইন ভাঙার দায়ে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। জয়পুর ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।   

Previous articleDESHER SAMAY BENGALI NEWS PAPER TITLE SONG : রবিবার দেশের সময়-এর টাইটেল সং মুক্তি পাচ্ছে, রইল শুভঙ্কর ভাস্কর,মালা নাগ দাশগুপ্ত,স্বপ্নিলা চক্রবর্তী-র একান্ত সাক্ষাৎকার : দেখুন ভিডিও
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here