Jagannath Temple: ছেঁড়া জিন্স-বারমুডা পরে পুরীর জগন্নাথ মন্দিরে আর প্রবেশ করা যাবে না ! কবে থেকে পোশাক বিধি চালু?

0
381

দেশের সময় ওয়েবডেস্কঃ পুরীর জগন্নাথ মন্দিরে আর যে কোনও পোশাকে প্রবেশ করা যাবে না। সেবায়েতদের জন্য আগেই পোশাকবিধি চালু হয়েছিল। এবার ভক্তদের জন্যও পোশাকবিধি চালু করল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। এই বিধি অনুসারে আর টর্ন জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দিরে প্রবেশের জন্য পরতে হবে সভ্য পোশাক। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে এখনই এই নির্দেশ কার্যকর হচ্ছে না, নতুন বছর থেকে এই নিয়ম চালু করা হবে।

জানা গিয়েছে, সোমবার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠর হয়। সেই বৈঠকেই অশালীন পোশাক পরে ভক্তদের মন্দিরে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপরই ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ভক্তদের জন্য পোশাক বিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান রঞ্জন কুমার দাস জানান, “মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, অনেককে অন্যের ধর্মের ভাবাবেগের তোয়াক্কা না করেই মন্দিরে প্রবেশ করেন।”

অশালীন পোশাক বলতে ঠিক কোন পোশাকের কথা, কেন বলা হচ্ছে, তাও স্পষ্ট করে দেন রঞ্জন কুমার দাস। তিনি বলেন, “অনেককে দেখা যায়, ছেঁড়া জিন্স (টর্ন জিন্স) প্যান্ট, স্লিভলেস ড্রেস এবং হাফ প্যান্টের মতো পোশাকে যেমন সমুদ্র সৈকত বা পার্কে হাঁটাচলা করেন, তেমন ভাবেই মন্দিরে প্রবেশ করেন। মন্দির হল ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়।” সেজন্যই জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পোশাকবিধি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য কী ধরনের পোশাক পরতে হবে তাও স্পষ্ট করে দিয়েছেন শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান। তিনি জানান, শাড়ি, সালোয়ার কামিজের মতো শালীন পোশাক পরেই মন্দিরে প্রবেশ করতে হবে। কেবল ১২ বছরের নীচে শিশুরা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে। নতুন বছর অর্থাৎ ২০২৪-এর ১ জানুয়ারি থেকেই জগন্নাথ মন্দিরে এই পোশাকবিধি চালু হবে।

কেবল পোশাকবিধি চালু করা নয়, সেটি কার্যকর করার জন্যও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন SJTA প্রধান। তিনি জানান, নজরদারির জন্য জগন্নাথ মন্দিরের ‘সিংহদুয়ারে’ নিরাপত্তারক্ষী এবং অভ্যন্তরে ‘প্রতিহারী’-তে সেবায়েত থাকবে। নতুন বছর থেকে পোশাকবিধি কার্যকর করা হলেও আজ, মঙ্গলবার থেকেই এই বিষয়ে প্রচার শুরু হয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, দেশ-বিদেশের বহু প্রান্ত থেকে বহু মানুষ পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন। স্বাভাবিকভাবেই অনেকেই জিন্স-টপের মতো পাশ্চাত্য পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন। এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলেই দাবি মন্দির কর্তৃপক্ষের। যদিও মন্দিরে পোশাকবিধি জারি এটাই প্রথম নয়। দক্ষিণ ভারতের বেশ কয়েকটি মন্দিরে পোশাকবিধি জারি রয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরায় রাধারানি মন্দিরে এবং উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে পোশাকবিধি জারি করা হয়। এবার এই তালিকায় সংযুক্ত হতে চলেছে আরও এক মন্দির।

Previous article“World mental Health Day:”How are you doing?”
Next articleStudent: পরিবেশও স্বাস্থ্য বিষয়ক চিন্তায় বিজ্ঞান মনস্কতার সংমিশ্রন ঘটালো বনগাঁর দুই ছাত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here