Jagadhatri Puja 2024 ২৬ তম বর্ষে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো: দেখুন ভিডিও

0
171
সঙ্গীতা চৌধুরী দেশের সময়

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো এক অনন্য আয়োজন মাতৃ আরাধনা মাতৃ রূপা নারীশক্তির হাতে। সম্পূর্ণ মহিলা আয়োজিত ও সর্বত্র কৌলিন্য ও আধুনিকতার উজ্জ্বল মেলবন্ধনে এই পুজো এক অন্য মাত্রা পায়। দেখুন ভিডিও

প্রতি বছর মা আসুন তাঁর কল্যাণ কর আশীর্বাদ শক্তি নিয়ে রক্ষা করুন সকল সন্তানকে অপশক্তির বিপদ থেকে। এই প্রার্থনা নিয়ে পুজো হলো মহা সমারোহে।

কলকাতার টালিগঞ্জ স্টুডিও পাড়ার শ্রী শক্তি সঙ্ঘের পরিচালনায় জগদ্ধাত্রী পুজো এবছর ২৬ তম বর্ষে পদার্পণ করলো। এই পুজো শুরু হয় পাড়ার প্রয়াত বড়কা মিত্র ও ছোটকা মিত্রের উদ্যোগে। তাঁদের প্রয়ানের পর পুজো পরিচলনা করেন ঘোষ পাড়ার মহিলারা সঙ্গে থাকেন শ্রী শক্তি সঙ্ঘের সদস্যরা।

পাশাপাশি মন্ত্রী ও বিধায়ক অরূপ বিশ্বাস এবং  ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত মজুমদার ও যৌথ ভাবে সহযোগিতা করেন এই পুজোয়।

তবে পুজোর সব দ্বায়িত্ব সামলান প্রমিলা বাহিনী । স্থানীয় মহিলারা অত্যন্ত নিষ্ঠা সহকারে গোটা দিন ধরে সপ্তমী, অষ্টমী ও নবমী এই তিনদিনের  পুজোর আয়োজন করেন। সন্ধ্যায় প্রসাদ বিতরণ হয়। পুজোর পাশাপাশি এই কমিটি কিছু সমাজসেবামূলক কাজও করেন।

প্রতি বছরের মত এবছরও  দশমীর দিন সন্ধ্যায় দুঃস্থদের মধ্যে পোশাক বিতরণ করা হবে বলে জানান সদস্যারা। এই প্রথা বহু কাল ধরে চলে আসছে। তবে এবারে  সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেদ পড়েছে। পাড়ায় বেশ কিছু অঘটন ঘটায় এবছর পুজোর জৌলুসে অনেকটাই ভাটা পড়েছে। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে  রক্তদান শিবিরের আয়োজন থাকছে । শিশুদের জন্য রয়েছে অঙ্কন প্রতিযোগিতা। পুজোর সব রীতি মেনে এবছরও টালিগঞ্জ স্টুডিও পাড়ায় মহিলা পরিচালিত শ্রী শক্তি সঙ্ঘের পুজো তাদের ঐতিহ্য বজায় রেখেছে।

Previous articleJagadhatri Puja in Krishnanagar২৫০ বছর পেরিয়ে আজও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য বহন করে চলেছে শতাব্দীপ্রাচীন ‘বুড়িমা’ : দেখুন ভিডিও
Next articleArt Exhibition হাওড়ার গ্যালারি ‘ও ফাইভ’ – এ  মেদিনীপুর জেলার পনের জন শিল্পীর আঁকা ছবি নিয়ে চলছে চিএ প্রদর্শনী: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here