JAGADHATRI PUJA :কলকাতার চাঁপাতলা নন্দী বাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস জানতে দেখুন ভিডিও

0
220
সৃজিতা শীল, দেশের সময়,কলকাতা:

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন, দুর্গা পুজোর পরে মা জগদ্ধাত্রীর আরাধনায় মগ্ন, আমহার্স্ট স্ট্রিট, শ্রদ্ধানন্দ পার্কের বিপরীতে অবস্থিত চাঁপাতলা নন্দী বাড়ি। ৭৭ বছর আগে এই পুজোর পত্তন হয় ।

স্বর্গত তুলসী দাস নন্দী কলকাতার বড়বাজার থেকে একটি ক্যালেন্ডার সংগ্রহ করেন , পরবর্তী কালে উনি ওই ক্যালেন্ডারের মা জগদ্ধাত্রীর ছবিটিকে ফ্রেমবন্দি করেন। এর পর এই নন্দী পরিবারের গিন্নি, স্বর্গীয় মহামায়া দাসী, স্বপ্নাদেশ পাওয়ার পরে এই পুজো প্রচলিত হয়।

পুজো পত্তনের চার বছর মূর্তি আরাধনা হয়, কিন্তু পরবর্তীতে ফের মায়ের নির্দেশে ওই ছবিতেই মায়ের আরাধনা হয় এবং ঘট স্থাপন হয়। এই বাড়িতে মায়ের আরাধনা ৩৬৫ দিনেই হয়। দেখুন ভিডিও

প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর আগেরদিনে ঘট স্নান হয় এবং নবমীর দিনে সম্পূর্ণ পুজো সমাপন হয়।এই পুজোর বৈশিষ্ট হল ধুনো পোড়ানো এবং কুমারী পুজো।

সকলেই এই পুজোয় সানন্দে অংশগ্রহণ করে।কর্ম সূত্রে অনেকেই কলকাতার বাইরে থাকে তবে এই পুজোর কটি দিনে সকলেই নির্ভেজাল আনন্দে মেতে থাকেন এবং এই রশদ নিয়েই সকলেই সারা বছর কাটায়, এবং এই দিনটির অপেক্ষায় থাকেন।

এই পুরোনো কলকাতার বনেদী একান্নবর্তী পরিবার এখন ও সেই বনেদিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধনে এই পুজো নিষ্ঠার সাথে চলছে ।

Previous articleKashmiri Shawl:শীত পড়তেই পরিযায়ী কাশ্মীরি শাল বিক্রেতারা বনগাঁ শহরে চলে এসেছেন তাঁদের নতুন ক্যালেকশন নিয়ে: দেখুন ভিডিও
Next articleJagaddhatri Puja: জগদ্ধাত্রী পুজোর দশমী,শুরু বিসর্জন, বনগাঁ থানার ঘাটে উপচে পড়া ভিড়: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here