Israel-Palestine War: ইজরায়েলের উপর আক্রমণ হামাসের, এক সঙ্গে ৫ হাজার রকেট হানা, যুদ্ধ শুরু হতেই সতর্কতা জারি ভারতীয় দূতাবাসের

0
348

দেশের সময় ওয়েবডেস্কঃ ইজরায়েলে শুরু হয়েছে যুদ্ধ৷ হামলা চালাচ্ছে হামাস বাহিনী ।

শনিবার সকালে ইজরায়েলের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালো প্যালেস্তাইেনর উগ্রপন্থী সংগঠন হামাস। ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে ইজরায়েলের মূল ভূখণ্ডের দিকে। যার আঘাতে ইজরায়েলের এক মেয়র সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত তিনশরও বেশি। 

এই পরিস্থিতিতে সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস। ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বলা হল। শনিবারই প্যালেস্তাইনের হামাস বাহিনী গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলের উপরে হামলা শুরু করে। এরপরই ইজরায়েল সরকারের তরফে যুদ্ধ পরিস্থিতির ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে ও সমস্ত সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।   

এ দিন ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্য যুদ্ধ শুরু হতেই ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “ইজরায়েলের বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে সে দেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মতো সুরক্ষাবিধি অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দয়া করে সতর্ক থাকুন, বিনা প্রয়োজনে যাতায়াত এড়িয়ে চলুন এবং শেল্টারগুলির কাছাকাছি থাকুন।”
যদি কোনও জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়, তবে ভারতীয় নাগরিকদের দূতাবাসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

হামাসের এই আক্রমণের জবাব দিতে দুপুরেই পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যিনি আন্তর্জাতিক কূটনীতিতে বিবি নামে পরিচিত। নেতানিয়াহু বলেছেন, “হামাসকে এই জঘন্য কাজের জন্য মূল্য চোকাতেই হবে। এটা আর কোনও অনুপ্রবেশ বলে বিবেচিত হবে না। এটা যুদ্ধ। আমরা এর জবাব দেবই”।

হামাসের বিরুদ্ধে এই যুদ্ধকে ইজরায়েল নাম দিয়েছে ‘অপারেশন আয়রন শোর্ডস’। নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করতেই গাজা স্ট্রিপে হামাসের ডেরা লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে ইজরায়েলের বায়ুসেনা। অন্তত এক ডজন লড়াকু বিমান নামিয়েছে ইজরায়েল।

এখনও পর্যন্ত যা খবর তাতে এটা স্পষ্ট যে সুপরিকল্পিত ভাবেই ইজরায়েলের বিরুদ্ধে আঘাত হানতে নেমেছে হামাস। একদিকে রকেট হানা শুরু হয়েছে। সেই সঙ্গে হামাস উগ্রপন্থীরা ছোট ছোট দলে ভাগ হয়ে ঢুকে পড়েছে ইজরায়েলের মূল ভূখণ্ডে। এমনকি প্যারাগ্লাইডার ব্যবহার করেও হানা দিয়েছে ইজরায়েলে। 

জানা গিয়েছে, ইজরায়েলের বেশ কিছু জায়গা দখল করেছে হামাস। এমনকি ইজরায়েলের সেনাবাহিনীর অনেককে তারা বন্দি করেও রেখেছে।

ইজরায়েল ও প্যালেস্তাইনের উগ্রপন্থী সংগঠন হামাসের মধ্যে সংঘাত নতুন নয়। কিন্তু এত বড় হানা সাম্প্রতিক কালে হয়নি। বরং ইজরায়েল তাদের দমিয়ে রাখতেই সফল হয়েছিল। অনেকের মতে, এবার যে হানা হয়েছে তার আগাম তথ্য ছিল না ইজরায়েলের কাছে। সেদিক থেকে ইজরায়েলের গোয়েন্দা ব্যর্থতাও রয়েছে।

ইজরায়েল ও প্যালেস্তাইনের উগ্রপন্থী সংগঠন হামাসের মধ্যে সংঘাত নতুন নয়। কিন্তু এত বড় হানা সাম্প্রতিক কালে হয়নি। বরং ইজরায়েল তাদের দমিয়ে রাখতেই সফল হয়েছিল। অনেকের মতে, এবার যে হানা হয়েছে তার আগাম তথ্য ছিল না ইজরায়েলের কাছে। সেদিক থেকে ইজরায়েলের গোয়েন্দা ব্যর্থতাও রয়েছে।

এদিন আক্রমণ হানার পর মুহূর্তেই একটি রেকর্ডেড ভিডিও টেপ প্রকাশ করেছে হামাস। তাতে দেখা যাচ্ছে হামাস নেতা মহম্মদ দিফ বলছেন, ‘অপারেশন আল আকসা ফ্লাড’ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ সাহায্য নিয়ে আমরা লড়াইতে নেমে পড়েছি। এবার শত্রুরাও বুঝতে পারবে দায়িত্বজ্ঞানহীন হয়ে বেপরোয়া আচরণের ফল কী হতে পারে।

 

Previous articleNarendra Modi Stadium: প্রধানমন্ত্রীকে হত্যা,বিস্ফোরণে উড়বে মোদী স্টেডিয়াম! সতর্কতা দেশ জুড়ে
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here