দেশের সময় ওয়েবডেস্ক : গাজায় বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠল। ইজরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) আক্রমণ শানিয়েছে প্যালেস্তাইনের বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে। আর সেই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্যালেস্তাইনের ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বোমা লুকিয়ে রাখা ছিল। যা থেকেই ঘটে বিস্ফোরণ। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইজরায়েলের কাছে বিশ্ববিদ্যালয়ে হামলার কারণের জবাব চেয়েছে আমেরিকা।
দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসে রয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা হামাসের শক্ত ঘাঁটি বলে দাবি করেছে ইজরায়েল সামরিক বাহিনী। আর সেই কারণেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) । যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যে জাতিসংঘ সতর্ক করেছে, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের যুদ্ধে গাজার ৮৫ শতাংশ মানুষ ঘরছাড়া হয়েছেন। এখনও অনেকে বিভিন্ন আশ্রয় শিবিরে কোনও রকমে বেঁচে আছেন। প্রতিনিয়ত তাঁরা জ্বালানি, খাবার , জল এবং চিকিৎসা পরিষেবার মতো প্রয়োজনীয় জিনিসপত্র পেতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
প্রসঙ্গত, একাধিকবার যুদ্ধবিরতির প্রসঙ্গ আসলেও মধ্য প্রাচ্যের এই যুদ্ধে এখনও মৃত্যুমিছিল অব্যাহত। টানা তিন মাস ধরে চলা হামলা-পাল্টা হামলায় মৃত্যু ছাড়িয়েছে ২৪ হাজারের বেশি।