![](https://deshersamay.com/wp-content/uploads/2024/07/ei_1719065954226-removebg-preview.png)
কলকাতা:৫৩ বছর বাদে এবার দু-দিন ধরে পালিত হয়েছে রথযাত্রা। গত ৭ ও ৮ জুলাই রথযাত্রা পালিত হয়েছে। ৭ তারিখ রবিবার যাত্রা শুরু করলেও মাসি গুণ্ডিচার বাড়ি পর্যন্ত রথ পৌঁছয়নি। পরের দিন সকালে আবার রথ টেনে নিয়ে যাওয়া গুণ্ডিচা মন্দিরে। এর আগে ১৯৭১ সালে দু-দিন ধরে রথযাত্রা হয়েছিল পুরীতে। তাই এবার উল্টোরথও দুদিন ধরে চলবে। পুরীতে ১৬ জুলাই মঙ্গলবার পালিত হবে বহুদা যাত্রা বা উল্টোরথ যাত্রা। কিন্তু কলকাতার ইস্কন মন্দিরে উল্টোরথ পালিত হলো ১৫ জুলাই সোমবার। দেখুন ভিডিও
উল্টোরথ যাত্রা উপলক্ষে সোমবার সকাল ১০ টায় প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পীঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেন জগন্নাথদেব । এই যাত্রাকে বলা হয় উল্টোরথ ।
ইসকনের উদ্যোগে সোজা রথ যাত্রার মতন এই উল্টোরথ যাত্রা উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য পুন্যার্থী ।
হিন্দু সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর পালিত হয় রথযাত্রা। ৯ দিন চলার পর উল্টো রথযাত্রা হয়।বিশেষ রীতিতে জগন্নাথ আরাধনা করার নিয়ম রয়েছে, তেমনি উল্টোরথেও রয়েছে বেশ কিছু আচার-অনুষ্ঠান।
ISKCON-Donald Trump প্রভু জগন্নাথের কৃপায় ডোনাল্ড ট্রাম্প প্রাণে বেঁচে গিয়েছেন দাবি, ইসকনের : দেখুন ভিডিও
সোমবার অর্থাৎ ১৫ই জুলাই।এইদিন (উল্টো রথের দিন) দেবতাদের গুণ্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হয়।প্রথা অনুযায়ী, মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেবেন জগন্নাথদেব। এই যাত্রাকে বলা হয় উল্টোরথ। সেই রীতি অনুযায়ী দেশ জুড়ে পালিত হল উল্টোরথ । এই উপলক্ষে কলকাতায় ইসকনের আয়োজনে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে জগন্নাথদেবের রথ ফিরল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে । রথ দেখতে ভিড় করেন অসংখ্য পুন্যার্থী ।