International Women’s Day 2023: আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন আপনার প্রিয় মানুষকে, সঙ্গে মোহিনীর আঁঁকা ছবি

0
1487

দেশের সময় ওয়েবডেস্কঃ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীসত্তা, নারীমুক্তিকে উদযাপনের দিন। অর্ধেক আকাশের জন্য নারীর লড়াই আজকের নয়। আর সেই লড়াইকেই বিশেষ ভাবে স্বীকৃতি দিতেই এই উদযাপন।

রইল নারী দিবসের একগুচ্ছ শুভেচ্ছার ডালি। সকাল সকাল প্রিয় মানুষকে পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা। যা আপনার প্রিয় নারীর দিনটাকে করে তুলবে আরও সুন্দর। আর প্রিয় মানুষকে উপহার দিতে ভুলবেন না যেন। প্রতিটা দিনই মেয়েদের দিন। তবু একটা দিন উদযাপন করতে ক্ষতি কী! হয়তো আপনার একটা উপহার, একটা শুভেচ্ছা প্রিয় মানুষের সারা বছরটাকে করে তুলবে আরও উজ্জ্বল, আরও ঝলমলে।

“তুমিই পৃথিবীর প্রাণ। তোমার থেকে সৃষ্ট আমি। তোমায় প্রণাম। শুভ নারী দিবস।”

“প্রতিটা দিনই হয়ে উঠুক নারী দিবস। রইল শুভেচ্ছা।”

“মুক্ত আকাশে হোক উড়ান…
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।”

“তুমিই অনন্যা, তুমিই নারী। নারী দিবসের শুভেচ্ছা।”

কথায় বলে, প্রতিটি সফল পুরুষের পিছনে রয়েছে একজন মহিলার অবদান। আর সেই অবদান বোধহয় শুধু সাফল্যে নয়, সংসারের প্রতিটি কোণাতেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমাদের ছোট থেকে বড় হওয়ার পিছনেও তো ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন অসংখ্য নারীর ভূমিকা। কখনও মা-ঠাকুমা তো কখনও শিক্ষিকা। আর সেই বিশেষ নারীদের শুভেচ্ছা জানানোর দিন আজ।

যে রাধে সে চুলও বাঁধে। কিন্তু রাঁধা বা চুল বাঁধার বাইরেও যে মেয়েদের একটা জগৎ রয়েছে, সেটা বোঝাতে আজও কম কাঠখড় পোড়াতে হয় না মেয়েদের। সংসারে হোক বা কর্মক্ষেত্রে, সাম্যটুকু খোঁজা আজও সহজ নয় বহু ক্ষেত্রেই। আর সেই সাম্যটুকুর খোঁজেই এই একটা দিন। মেয়েদের দিন।

“আজকের দুনিয়ায় এমন কোনও কাজ নেই, যা মেয়েরা পারে না…
নারী দিবসের অনেক শুভেচ্ছা।”

শুধু বিশেষ নারীরাই নয়, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান চেনা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদেরও। মেসেজে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা। কী লিখবেন, ভেবে পাচ্ছেন না? দুশ্চিন্তার কোনও কারণ নেই। আপনার জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছার নমুনা।

“তোমার ডানায় আগুন, আরও উচ্চতায় হোক তোমার উড়ান। নারী দিবসের শুভেচ্ছা।”

“নারীর অন্য নাম শক্তি। তাই আলাদা করে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করার দরকার নেই তোমার। নারী দিবসের শুভেচ্ছা।

” নারী অনন্ত শক্তির আধার। নারী দিবসে কুর্নিশ প্রতিটি নারীকে।”

“সমস্ত নারীকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা।”

চিত্র শিল্পী – মোহিনী বিশ্বাস ৷

নারীদের সকল প্রকার নিপীড়ন থেকে মুক্তি না-হলে, স্বাধীনতা অর্জন সম্ভব নয়।- নেলসন ম্যান্ডেলা। নারী দিবসের শুভেচ্ছা।”

Previous articleWeather Update : চলতি মাসেই বইবে লু! কোন কোন রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট, দেখুন আপডেট
Next articleBidhan Chandra Krishi Viswavidyalaya : ফল বিজ্ঞানীরা পরিবেশ শিক্ষা দিলেন স্কুলের ছাত্রীদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here