ড. কল্যাণ চক্রবর্তী : ভারতীয় ডাকবিভাগ ১৯৮১ সালে ভীল, টোডা, নাগা এবং মারিয়া — এই চারটি বনবাসীদের উপর চারটি ডাকটিকিট প্রকাশ করেছিল, প্রতিটির দাম ১ টাকা।
১৯৯১ সালে চারটি দেশীয় কৌমসমাজের লোকনৃত্যের উপর চারটি ডাকটিকিট প্রকাশ করে; লোকনৃত্যগুলি হচ্ছে — কায়াঙ্গ, ভেলাকালি, হোজাগিরি এবং ভালার (দাম যথাক্রমে ৪, ৬.৫, ৫ এবং ২.৫ টাকা)
১৯৯৯ সালে আঙ্গামি বনবাসী মানুষের অলংকার নিয়ে ডাকটিকিট প্রকাশ করে।
এছাড়াও বিভিন্ন জনজাতি-নৃত্যের ছবিও ডাকটিকিটে স্থান পেয়েছে। সম্মানিত হয়েছেন বনবাসী নেতা বীরসা মুণ্ডাও।