

বনগাঁ : সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি ইন্ডিয়া গট ট্যালেন্ট এ সুযোগ । আগামী ৬ নভেম্বর স্বপ্ননগরী মুম্বইয়ের ইন্ডিয়া গট ট্যালেন্ট – এর মঞ্চ কাঁপাতে চলেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর জয়পুরের বাসিন্দা মাত্র ৮ বছরের শিশু শিল্পী কৃষ । কৃষের বাবা বিদুষ মন্ডল পেশায় সংগীত শিল্পী। তিনি জানান, কৃষ স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে । ছোট থেকেই কৃষ গান শুনতে ভালবাসে । তারপর আমার এবং পরবর্তীতে বড় ছেলে কিশোর এর গান শুনেই মুখস্ত করত বাংলা ও হিন্দি গান । এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় সুযোগ আসে ইন্ডিয়া গট ট্যালেন্ট – এর মঞ্চে গান পরিবেশন করার । এবার সেই প্লাটফর্মেই প্রতিযোগি হিসাবে অংশ গ্রহণ কবতে চলেছে কৃষ ।

মা, কুশিলা মন্ডলের কথায়, দুই ছেলেই গান প্রিয় আমরা সবাই চাই ওরা দুজনই বড় গায়ক হোক । দেখুন ভিডিও

নিজের ট্যালেন্টে ভর দিয়ে বি-টাউনে পায়ের নীচে শক্ত মাটি তৈরি করার স্বপ্ন বুনছে কৃষ । শোবিজ দুনিয়ায় নিজেকে পুরোপুরি পালটে ফেলতে চায় কৃষ। স্ট্রাগলকে জীবনের সঙ্গে করে জয়ী হতে চান সুরের ডুবনে এই ক্ষুদে শিল্পী ।






