India’s Got Talent বলিউডের হাওয়া লেগেছে বনগাঁর মেয়ের !  ইন্ডিয়া গট ট্যালেন্টের মঞ্চে অন্তরা: দেখুন ভিডিও

0
12
অর্পিতা বনিক ,দেশের সময়

বনগাঁ: সীমান্ত শহর বনগাঁ থেকে মুম্বাই এর মঞ্চে! বাবা মার কাছে এ যেন এক রূপকথার গল্পের মতো। ইন্ডিয়া গট ট্যালেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে বনগাঁর মেয়ে বছর তেরোর অন্তরা সাহা । তার নাচে মুগ্ধ গোটা দেশ, বিস্মিত বিচারকরাও। ছোট এই মেয়ের ভিডিও সামাজিক মাধ্যমে হয়েছে ব্যাপক ভাইরাল।

উত্তর ২৪ পরগনার বনগাঁর মাঝেরপাড়া এলাকায় বাড়ি অন্তরার। বাবা বিজয় সাহা পেশায় চায়ের দোকান। মা নীলীমা সাহা জানান , প্রশিক্ষকের কাছে ভর্তি করানো হয় মেয়েকে স্থানীয় একটি নাচের স্কুলে। মাত্র ৭ বছরের মধ্যেই পেশাদার প্রশিক্ষক বদলে দেয় তার জীবনের ছন্দ। অন্তরা পড়ে কুমুদিনী গার্লস স্কুলের সপ্তম শ্রেণীতে। তার নাচের দল The Hidden Fire Dance Crew-এর সঙ্গে অংশ নিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়া গট ট্যালেন্টের মঞ্চ কাঁপাচ্ছেন অন্তরা। দেখুন ভিডিও

সেমিফাইনাল অতিক্রম করে ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছেন ‘গোল্ডেন বাটন’ পেয়ে। তার এই সাফল্যে আজ গর্বিত গোটা বনগাঁবাসী। এলাকাজুড়ে শুরু হয়েছে উদযাপন, ব্যানার-পোস্টারে ভরে উঠেছে রাস্তা। স্থানীয়রা বলছেন, ওরা যেন জয়ী হয়, বনগাঁর নাম সারা দেশের মঞ্চে আবারও উজ্জ্বল করে ফিরুক বনগাঁর এই মেয়ে। সীমান্ত এলাকার প্রত্যন্ত এই শহর থেকে মুম্বাই এর মঞ্চে পৌঁছন এই ক্ষুদে শিল্পীর গল্প প্রমাণ করছে, প্রতিভার কোনো সীমান্ত নেই, শুধু দরকার সাহস, অধ্যবসায় ও একটু সুযোগ।

Previous article‘মান্থা’র প্রভাবে ঝেঁপে বৃষ্টি কলকাতায়! ফুঁসছে দিঘা- মন্দারমণির সমুদ্র , পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
Next articleঅকাল বৃষ্টিতে রবি শস্য চাষের ক্ষতির আশঙ্কায় দিন গুণছেন বনগাঁর চাষিরা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here