Indian Railways: ‌বেসরকারি সংস্থা চালাবে ভারত গৌবর ট্রেন

0
495

দেশের সময় ওয়েবডেস্ক:‌ বেসরকারি ক্ষেত্রকে সুযোগ করে দিতেই ভারত গৌরব ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের নতুন এই ট্রেন পরিষেবায় থাকছে একাধিক বিশেষত্ব।

যেমন শিখ ধর্ম নির্ভর জায়গাগুলির জন্য গুরু কৃপা ট্রেন, শ্রী রামের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির জন্য রামায়ণ ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এমনকি যে ধরনের পরিষেবা দেওয়া হবে, তার উপরে নির্ভর করেই প্যাকেজের দাম ঠিক করতে পারবে বেসরকারি সংস্থা ৷ বিভিন্ন কোচে পরিষেবা, সুযোগ–সুবিধার মানও কমবেশি থাকবে। সব শ্রেণীর যাত্রীদের কথা ভেবেই চালানো হবে এই ট্রেন। প্রতিটি ট্রেনে থাকবে ১৪ থেকে ২০ টি কামরা। বিভিন্ন পর্যটন নির্ভর জায়গাগুলির জন্য ১৯০টি ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যা বেশ অভিনব। 

 

Previous articleWest Bengal Weather Update: জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর কতদিন? আবারও নিম্নচাপের চোখ রাঙানি, শীতের কাঁপুনি ভুলে ফের বৃষ্টির ভোগান্তি?
Next articleMunicipal Election TMC Candidates: পুরভোটে আসন বদলাতে পারে একাধিক নেতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here