India wins Perth Test পারথ টেস্টে ২৯৫ রানে বিরাট জয় টিম ইন্ডিয়ার

0
78

ঘরের মাঠে চুনকামের লজ্জায় মুখ ঢাকার পরে অস্ট্রেলিয়ায় ঘুরে দাঁড়াল ভারত। এভাবেও ফিরে আসা যায়! এভাবেও ঘুরে দাঁড়ানো যায়! টিম ইন্ডিয়া দেখিয়ে দিল সবই সম্ভব। সিরিজে তিন ম্যাচ হতশ্রী হারের পরও শত্রুপক্ষের মাটিতে নেমেও সিংহ শিকার করা সম্ভব। 

পারথ টেস্ট যে এভাবে দিক পরিবর্তন করবে, তা কি কেউ আগে ভেবেছিলেন! প্রথম ইনিংসে ভরাডুবি। কিন্তু বুমরা-সিরাজরা অন্যরকম কিছু ভেবেছিলেন। ভারত ১৫০ রানে শেষ হয়ে গেলেও অজিদের ১০৪ রানে মুড়িয়ে দেন ভারতের বোলাররা। তার পরই  যশস্বী-বিরাটদের রানের ইমারত গড়া। ৫৩৩ রানে এগিয়ে থেকে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।

চলতি বর্ডার গাভাসকার সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল। এই সিরিজের প্রথম ম্যাচটা পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়লাভ করেছে।

পারিবারিক কারণে রোহিত শর্মা এই টেস্ট ম্যাচে খেলতে পারেননি। সেকারণে জসপ্রীত বুমরাহের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

কিন্তু, ম্যাচের প্রথম ইনিংসে যখন ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল, তখন এই ফলাফল কেউ কল্পনাও করতে পারেননি। তবে জসপ্রীত বুমরাহের ৫ উইকেটের দৌলতে অস্ট্রেলিয়া ১০৪ রানে গুটিয়ে যায়। 

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা রণংদেহি মূর্তি ধারণ করেন। ১৬১ রান করেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ৭৭ রানে তাঁকে সঙ্গত দেন কেএল রাহুল। এরপর বিরাট কোহলি ১০০ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ভারত ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।

এরপর ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষেই তারা ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে ট্রাভিস হেডের ৮৯ রান কিছুটা হলেও অজি ইনিংসকে অক্সিজেন দেয়। কিন্তু, শেষপর্যন্ত ক্যাঙারু বাহিনীকে পরাজয় স্বীকার করতে হল। ২৩৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া

দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে তিনটে করে উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। জোড়া উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া একটি করে উইকেট নেন হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি।

কথায় বলে, শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। অস্ট্রেলিয়ার এই গ্রীষ্মে কামিন্স-স্মিথদের আরও সমস্যায় ফেলবে ভারত। পারথ টেস্ট সেই ইঙ্গিতই বোধহয় দিয়ে গেল।  

Previous articleWeather Update হু-হু করে নামছে পারদ, শ্রীনিকেতনে ১২,কলকাতায় কত? সপ্তাহান্তে বাংলায় কেমন থাকবে আবহাওয়া?
Next articleWeather update ফের ভিজবে কলকাতা? উত্তাল হবে বঙ্গোপসাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here