প্রত্যাঘাত শুরু করল পাকিস্তান?

জম্মু এয়ারপোর্ট-সহ জম্মুর একাধিক জায়গায় রকেট হামলা পাকিস্তানের। এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া আট-আটটি ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করেছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয়েছে জম্মুর এয়ারস্ট্রিপের কাছে।

এদিন রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বাজছে। পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গিয়েছে। সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে এলাকায়। অর্থাৎ, গোটা এলাকার আলো বন্ধ। সূত্রের খবর, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে।
অপারেশন সিঁদুরের’ পর পাকিস্তানও প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। বুধবার রাতে ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিতে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান। কিন্তু ভারত তা প্রতিহত করেছে। উল্টে ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ জম্মুতে সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট করে দেওয়া হল। জানা গিয়েছে, আকাশে একাধিক আলোর বিন্দু দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, বেশ কিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া জম্মুতে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের বেশ কিছু জায়গায় স্কুল বন্ধ রাখা হবে আগামী শুক্র এবং শনিবার। কাশ্মীরের স্কুল শিক্ষা ডিরেক্টর নবি ইট্টু বলেছেন, “বারামুলা, কুপওয়ারা, শ্রীনগর এবং অবন্তিপোড়ায় সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শুক্র এবং শনিবার।”

পাকিস্তান হামলা চালাতে পারে বলে আগেই খবর পেয়েছেন গোয়েন্দারা। যে কারণে কড়া সতর্কতা জারি করা হয়েছে জম্মু-কাশ্মীরে। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, জম্মু, পাঠানকোট, পুঞ্চেও সাইরেন বাজানো হচ্ছে। সেখানেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। অন্যদিকে, সেনা সূত্রে খবর, কুপওয়াড়ার মতো জনবহুল, ঘিঞ্জি সেক্টর লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে আঘাত করার চেষ্টা করছে তারা ।

পরিসংখ্যান বলছে, ভারতের প্রত্যাঘাতের পাল্টা জবাব দিতে গত ২৪ ঘণ্টায় ১৬ জন ভারতবাসীকে গুলি করে খুন করেছে পাকিস্তান। যাঁদের মধ্যে রয়েছেন তিন জন মহিলা ও পাঁচ শিশু।
