India Pakistan Tension: সরাসরি হামলা পাক রাজধানীতে,  লাহোর-ইসলামাবাদ সহ ৭ শহরে পাল্টা আঘাত ভারতের , সেনার কব্জায় পাক পাইলট

0
9

কথায় বলে ‘ঘুমন্ত বাঘকে জাগাতে নেই…’ কিন্তু পাকিস্তান সেই কাজই করেছে। একাধিকবার নিষেধ সত্ত্বেও কথা শোনেনি। ক্রমাগত দেশের ভিতরে ‘পুষেছে’ জঙ্গি। আর তারপর পাক মদতপুষ্ট সেই জঙ্গিরা বারেবারে এ দেশের মাটিতে আঘাত করেছে। সাধারণ নীরিহ মানুষদের খুন করেছে। এই পরিস্থিতিতে ভারত যে পাকিস্তানকে জবাব দেবে তা বলার অপেক্ষা রাখে না। নিজেদের কৃতকর্মের ফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে পড়শি দেশ। তবে এরই মধ্যে দেখা যাচ্ছে, অন্ধকারের সুযোগে লাহোর থেকে একটা বিমান উড়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কোথায়? ভারতের ভয়ে গিয়ে পালাচ্ছে কেউ?

লাহোর-ইসলামাবাদে ব্ল্যাক আউট চলছে। পাকিস্তানের আকাশপথ বন্ধ রয়েছে। তারপরও দেখা যাচ্ছে লাহোর থেকে একটা বিমানে ওড়ার চেষ্টা করছে। জানা যাচ্ছে, ABY553 এই নম্বরের লাহোর থেকে একটি বাণিজ্যিক বিমান ওড়ার চেষ্টা করছে। কে যেতে চাইছেন এই এয়ারক্রাফ্টে করে? আকাশ পথ বন্ধ তারপরও বিমানে চড়ে কে পালানোর চেষ্টা করছে পাকিস্তান ছেড়ে? তবে কি পালানোর চেষ্টা করছেন শাহবাজ শরিফ? নাকি আসিম মুনীর? নাকি পালাতে চাইছেন আসিফ মালিক নাকি পাকিস্তানের অন্য কেউ….। এমনই বড় প্রশ্ন উঠছে।

লাহোর, শিয়ালকোট-সহ পাকিস্তানের সাত শহরে পাল্টা আঘাত হানল ভারত । বৃহস্পতিবার রাতে
জম্মু, রাজস্থান, পাঞ্জাবের একাংশে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান । যদিও তাদের প্রত্যাঘাতের স্বপ্ন মাঠেই মারা গেছে। এখনও অবধি পাকিস্তানের মোট ৩০টি মিসাইল গুঁড়িয়ে দিয়েছে ভারত। একটিও ভারতের মাটি ছুঁতে পারেনি।

উল্টে পাকিস্তানের শহরগুলিতে আঘাত হেনেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, আরবসাগর থেকে ভারতের নৌসেনাও যখন তখন অ্যাকশন শুরু করবে। শুধু তাই নয়, ভারতের আকাশসীমায় পাকিস্তানের যে তিনটি যুদ্ধবিমান ঢুকেছিল তার এক পাইলটকে নিজেদের কব্জায় নিয়েছে ভারতীয় সেনা।

ভারতে লাগাতার হামলার চেষ্টা পাকিস্তানের। আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালাচ্ছে। এবার পাল্টা জবাব দিচ্ছে ভারতও। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ভারত। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চালানো হয়েছে। শেষ আপডেট অনুযায়ী, পাকিস্তানের ৭ শহরে হামলা চালিয়েছে ভারত। সিয়ালকোটে মুহুর্মুহু মিসাইল বর্ষণ হচ্ছে।

বৃহস্পতিবার রাতে একের পর এক জায়গায় হামলা চালানোর পরই তড়িঘড়ি পরিস্থিতি বুঝে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে এ দিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনীর প্রধান দীনেশ ত্রিপাঠী ও বায়ু সেনার প্রধান এপি সিং।

পাশাপাশি মার্কিন বিদেশ সচিব ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই বার্তা দিয়েছে।

জানা গিয়েছে, লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে ভারত। সেখানে লাগাতার বিস্ফোরণ হচ্ছে। এমনকী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইসলামাবাদের বাড়ির পাশেও বিস্ফোরণ হয়েছে। শরিফের বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরেই বড়সড় মাপের বিস্ফোরণ হয়েছে।

প্রসঙ্গত, আজ সকালেই লাহোরের ওল্ড বিমানবন্দর থেকে শুরু করে করাচি,  রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানে পরপর বিস্ফোরণ হয়েছে। এগুলি পাকিস্তানের হামলার পাল্টা জবাবেই ভারত ড্রোনের মাধ্য়মে দিয়েছিল।  ধ্বংস করে দেওয়া হয়েছে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম।

Previous articleIndia Pakistan Tension: প্রত্যাঘাত শুরু পাকিস্তানের? জম্মুতে ব্ল্যাকআউট, বাজল সাইরেন! তিনটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে নামাল ভারত, ধ্বংস করল একাধিক ড্রোনও
Next articlePakistan Prime Minister:করাচিকে জ্বালিয়ে দিল INS বিক্রান্ত , বাঙ্কারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ, দেশ ছেড়েছেন সেনা প্রধান আসিম মুনির: সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here