India-Pakistan:হামলার ভয়েই মরছে পাকিস্তান! ভারতকে বোঝাতে আমেরিকার ‘পা’ ধরল শরিফ

0
21

যেকোনও সময়ে হামলা চালাতে পারে ভারত, আশঙ্কায় রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। ভয়ের চোটেই আমেরিকার দ্বারস্থ পাকিস্তান। মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিওর কাছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অনুরোধ, ভারত যেন প্রত্যাঘাত না করে।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে  পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে আগেই পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করার বিজ্ঞপ্তিও জারি করেছে ভারত।

আর তারপরই ঘুম উড়েছে পাকিস্তানের! ‘ভারত যেন প্রত্যাঘাত না করে’, আর্জি নিয়ে আমেরিকার দ্বারস্থ পাকিস্তান! সংবাদ সংস্থা সূত্রের খবর, বুধবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিওর কাছে এই আর্জি রেখেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

জানা যাচ্ছে, পহেলগামে পর্যটকদের মৃত্যুর ঘটনায় পাকিস্তান কেন নিন্দা প্রকাশ করল না সেই প্রশ্নও তোলেন মার্কিন স্টেট সেক্রেটারি। যদিও পরিস্থিতির জন্য ভারতকেই দায়ী করে পাক প্রেসিডেন্ট মার্ক রুবিওর কাছে অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছে।

এমনকী কাশ্মীরের জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ সম্পূর্ণ অস্বীকার করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন শেহবাজ শরিফ।

সূত্রের খবর, এরপরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন মার্কিন স্টেট  সেক্রেটারি মার্ক রুবিও। কাশ্মীরের জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। 

Previous articlePhotography Exhibition আইকোনিক ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী যুগের বার্তাবহ : দেখুন ভিডিও
Next articleISKCON যুদ্ধ নয়, শান্তি চাই !বনগাঁ হরিদাসপুর ইসকন মন্দিরে বৈদিক মতে বিয়ের পর বার্তা নব দম্পতির: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here