India-Pak War: পাকিস্তানি সেনা সীমান্তের দিকে এগচ্ছে, যুদ্ধে প্রস্তুত ভারতও: ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি

0
18

সব সীমা ছাড়াচ্ছে পাকিস্তান। লাগাতার গোলাবর্ষণ তো করছিলই, এবার সীমান্তে বাহিনী এগোতে শুরু করল। ভারত সরকারের তরফেই এই তথ্য জানানো হয়েছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

শনিবার সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানান,পাকিস্তান চার রাজ্যে মোট ২৬টি মিলিটারি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ভারতও পাল্টা জবাবে ৪টি পাকিস্তানি এয়ারবেসে হামলা চালিয়েছে। পাকিস্তান সেনা সীমান্তে তাদের বাহিনী এগোনো শুরু করতেই ভারতও তাদের সেনাকে প্রস্তুত রেখেছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছে।

পাকিস্তানি সেনা  ক্রমশ ভারতীয় সীমান্তের দিকে এগচ্ছে বলে দেখা যাচ্ছে। অর্থাৎ, পাকিস্তান এবার পুরোপুরি যুদ্ধের দিকে পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অথবা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলছে। শনিবার ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং  ও কর্নেল সোফিয়া কুরেশি সাংবাদিক সম্মেলনে এই দাবি করে বলেন, আমরা দেখতে পেয়েছি পাক বাহিনী ক্রমশ সীমান্তের দিকে এগিয়ে আসছে।

তিনি আরও বলেন, পাক স্থলবাহিনীর সামনের দিকে এগিয়ে আসার অর্থই হল তারা আরও উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সশস্ত্র বাহিনীও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। পাকিস্তানের যে কোনও পদক্ষেপের দ্রুত ও যোগ্য জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ রয়েছে ভারতীয় বাহিনী। ভারত চায় উত্তেজনা প্রশমিত হোক, কিন্তু পাকিস্তান যদি তাতে সাড়া দেয় তো, বলেন উইং কমান্ডার ব্যোমিকা।

প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, গতকাল সারা রাত ধরে পাকিস্তান হামলা চালিয়েছে। উধমপুর, পাঠানকোট, ভূজ, ভাটিন্ডা সহ ২৬টি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানোর চেষ্টা করেছে। রাত ১টা ৪০ মিনিট নাগাদ পাকিস্তান হাই স্পিড মিসাইল দিয়ে পঞ্জাবের একটি এয়ারবেসে হামলা চালানোর চেষ্টা করেছিল। ভারত সেই হামলাও প্রতিহত করেছে। ভারতের পশ্চিম সীমান্তে একটানা ড্রোন, যুদ্ধবিমান, এমনকী লং রেঞ্জ মিসাইল দিয়েও হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। পাকিস্তানের আচরণেই দুদেশের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে শনিবার সকালে সাংবাদিক বৈঠকে জানাল দেশের বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিসরি এদিন বলেন, পাকিস্তানের আচরণেই উত্তেজনা বাড়ছে। যার প্রত্যুত্তর দিচ্ছে ভারত। বিদেশ সচিব আরও বলেন, আমি এর আগে বহুবার বলেছি, পাকিস্তান ক্রমাগত প্ররোচনা দিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে উসকানি দিচ্ছে। যার জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনা। এদিন ভোর থেকে পাকিস্তানি বাহিনী ভারতের বেশ কয়েকটি জায়গায় ড্রোন ও বিমান হানা চালায়। কিন্তু ভারতের তরফে তার প্রত্যেকটির যোগ্য জবাব দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তানের বিমানহানায় উধমপুর, ভুজ, পাঠানকোট ও ভাটিন্ডার ভারতীয় বিমানঘাঁটির সামান্য কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। পাকিস্তান ক্রমাগত হানাদারি চালিয়ে যাচ্ছে। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়াও গোলা ছুড়ে চলেছে রাতভর। পূর্ণাঙ্গ যুদ্ধের কায়দায় জেট বিমান দিয়ে আক্রমণ চালাচ্ছে ভারতীয় ঘাঁটিগুলি লক্ষ্য করে। প্রায় ২৬টি জায়গা দিয়ে পাক বিমান ভারতে ঢোকার চেষ্টা করেছিল শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত। রাত ১টা ৪০ মিনিট নাগাদ তারা পাঞ্জাবের বিমানঘাঁটিতে আক্রমণের চেষ্টা চালায়। এমনকী যুদ্ধ শর্ত লঙ্ঘন করে হাসপাতাল ও স্কুলেও হানাদারি চেষ্টা করে পাক বাহিনী ।

ওই সাংবাদিক সম্মেলনেই উপস্থিত উইং কমান্ডার ব্যোমিকা সিং তথ্য দিয়ে জানান, ভারতীয় বাহিনী অত্যন্ত দ্রুততা ও নির্দিষ্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনা ঘাঁটি ও জঙ্গি তালিম শিবিরগুলিকে আক্রমণ করে। এর মধ্যে বিএসএফ সিয়ালকোটের একটি জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তিনি আরও জানান, ভারতীয় বাহিনী প্রত্যাঘাতে কোমর ভেঙে যাওয়া পাকিস্তান এখনও কুরুচিকর, মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। পাকিস্তান যে দাবি তুলেছে তারা ভারতের সুরাত ও সিরসায় বিমানঘাঁটিতে থাকা এস-৪০০ সিস্টেম নষ্ট করেছে, তা সম্পূর্ণত মিথ্যা দাবি।

Previous articleপাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন শরিফ , এ বার কি চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ?
Next articleIndia Declares War on Terror সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ভারতের ,শীর্ষ সরকারি সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here