দেশের সময়ওয়েবডেস্কঃ করোনা-আবহে (Corona) উদ্বেগ বাড়িয়ে ৪২ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু (Daily Death)। দৈনিক সংক্রমণ (Daily Corona Case) বাড়ল প্রায় ১৯ শতাংশ। একইসঙ্গে বাড়ল সংক্রমণ হারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১০।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭৯ লক্ষ ১ হাজার ২৪১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৬১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭০ জন। একদিনে ওমিক্রন আক্রান্ত বেড়েছে ০.৭৯ শতাংশ। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার। পজিটিভিটির হার ১৫.১৩ শতাংশ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে দৈনিক ওমিক্রন আক্রান্তের সংখ্যা আট হাজার ৯৬১। মঙ্গলবারের তুলনায় Omicron আক্রান্তের সংখ্যা প্রায় ০.৭৯ শতাংশ বেড়েছে এদিন৷
বিশেষজ্ঞ মহলের দাবি, আগামী ২৩ জানুয়ারির মধ্যেই শিখর ছোঁবে করোনার তৃতীয় ঢেউ। সাম্প্রতিক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। IIT কানপুরের গবেষক দল জানিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই দিল্লি এবং মুম্বইয়ের সংক্রমণ শিখর ছুঁয়েছে। কিন্তু, দেশে সার্বিকভাবে কোভিডের তৃতীয় ঢেউ পিক স্পর্শ করবে। এমনটাই দাবি ওই গবেষকদের।
India reports 2,82,970 COVID cases (44,889 more than yesterday), 441 deaths, and 1,88,157 recoveries in the last 24 hours.
— ANI (@ANI) January 19, 2022
Active case: 18,31,000
Daily positivity rate: 15.13%
8,961 total Omicron cases detected so far; an increase of 0.79% since yesterday pic.twitter.com/Fz8ZfjplTF
তবে ওই গবেষণায় এও বলা হয়েছে যে দৈনিক করোনা সংক্রমণ চার লাখের গণ্ডি পার করবে না। IIT কানপুরের অধ্যাপক এবং সূত্র মডেলের নির্মাতা মনীন্দ্র আগরওয়ালও ওই গবেষক দলের অন্যতম অংশ ছিলেন। আসলে তাঁর সূত্র কনসর্টিয়াম মহামারী শুরুর সময় থেকেই করোনা সংক্রমিতের সংখ্যার উপর নজর রাখছিলেন।
মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২০৭ জন। টেস্ট কমেছে। তবু ২৬ শতাংশ বাড়ল সংক্রমণ। মঙ্গলবার কোভিড মৃত্যু ১২০ শতাংশ বেড়ে গিয়েছিল ওই রাজ্যে। এদিন ঠাকরে রাজ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। মুম্বইয়ে তিন শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। জানা গিয়েছে, ছ’ হাজার ১৪৯ জন করোনা আক্রান্ত সেখানে।
দিল্লিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৮৪। কোভিড মৃত্যুর সংখ্যা ৩৮। পজিটিভিটির হার ২২.৪৭ শতাংশ। যা গতদিনের তুলনায় অনেকটা কম।
মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, বাংলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৪৩০। কলকাতায় আক্রান্তের সংখ্যা দু’ হাজার ২০৫। কোভিড মৃত্যুর সংখ্যা ৩৪। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের পজিটিভিটি রেট ছিল ১৯.৩৮ শতাংশ।