বয়স দু বছর পার করেছে সবে, এখনও ভালো করে কথা ফোটেনি। তার আগেই আইকিউ টেস্টে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করেনিল বনগাঁর শ্রীদাত্রী ।
শুরুটা হয়েছিল বাড়ির গুরুজনদের মুখে দেব দেবীর মন্ত্র পাঠ শুনে । এখন সে এক নিমেষেই লক্ষী সরস্বতী মনসা থেকে শুরু করে হুনুমান চল্লিশা মন্ত্র পাঠ করে অনায়াসে ।
পাশাপাশি ফল, ফুল, বিভিন্ন দেশের পতকা, গ্রহের নাম অনায়াসেই বলে দিতে পারে শ্রীদাত্রী । দেখুন ভিডিও
মেয়েরর এই আইকিউ দেখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথি ভুক্ত করেন শ্রীদাত্রীর বাবা সুদীপ দাস । তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে আবেদন করার পর আইকিউ টেস্টের ভিডিও পাঠানো হয়। প্রায় দেড় মাস পরে জানানো হয় আইকিউ টেস্টে পাশ করেছে শ্রীদাত্রী।
কয়েকদিন আগে শংসাপত্র ও মেডেল এসে পৌঁছায় বনগাঁর দত্তপাড়ার বাড়িতে। মেয়ের কীর্তিতে খুবই খুশি পরিবার। তবে খুদে শ্রীদাত্রীর কোন ভ্রুক্ষেপ নেই তা নিয়ে। রেকর্ডের শংসাপত্র ও মেডেল নিয়ে খেলতে ব্যাস্ত সে।
সুদীপ বাবু বলেন, “মেয়ের সাফল্যে আমাদের খুবই ভালো লাগছে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমরা সবাই খুবই আনন্দিত। মাত্র এইটুকু বয়সে যে তার এই সাফল্য তাতে আমরা খুবই খুশি।” শ্রীদাত্রীর স্মরণশক্তি খুবই ভালো। আর নিজের সেই প্রতিভার জেরেই এই সাফল্য ছিনিয়ে নিয়েছে সে। এই বয়সে সে যেভাবে সব কিছু মনে রেখেছে তা দেখেই অবাক সবাই। আর তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে সর্বত্রই।