India Book Of Records: মাত্র ২ বছর বয়সেই নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল গাইঘাটার এক খুদে: দেখুন ভিডিও

0
235

দেশেরসময়, বনগাঁ প্রতিভার জোরে মাত্র ২ বছর ২মাস বয়সেই নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল গাইঘাটার ভাটপাড়ার এক খুদে।

উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ভাটপাড়া এলাকার বাসিন্দা অরিন্দম ও সুমনার একমাত্র মেয়ে অঙ্কনা ভৌমিক। মাত্র দুই বছর ২ মাস বয়সের এই খুদে মেয়েটির প্রতিভা দেখে এখন অবাক হচ্ছেন এলাকার সকলেই ৷

অনায়াসে ২৮ টি প্রাণী সনাক্ত করছে সে; ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করছে ১৭ টি ফলের নাম, ২৫ টি শাকসবজি, ২৪টি পাখি, ১০ টি ফুল, ৯ টি রঙ, ১২ টি এলোমেলো শব্দ, ৯ টি কর্ম শব্দ, ৮ টি সম্পর্ক; ৮টি জাতীয় চিহ্ন, এ থেকে জেড পর্যন্ত বর্ণানুক্রমিক শব্দের বাংলা অর্থ সহ, সপ্তাহের দিন, বছরের মাস; এবং ২ বছর ২ মাস বয়সে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা গণনা। করতে পারে এই ছোট্ট মেয়ে অঙ্কনা ৷ দেখুন ভিডিও

এসব দেখে অরিন্দমবাবু এরপর যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর ওয়েবসাইটে। মাসখানেক আগে নিজের মেয়ের প্রতিভা ভিডিও আকারে পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে।

তারপরই, কর্তৃপক্ষের তরফ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মেডেল সার্টিফিকেট সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় অঙ্কনার গাইঘাটার বাড়িতে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির মেজাজ ভৌমিক পরিবারে। অরিন্দম বাবুর কথায় তাঁর এই ছোট্ট মেয়ে অঙ্কনার এই সাফল্যে আজ খুশি এলাকার সকলেই। – অর্পিতা বনিক – দেশের সময় ৷

Previous articleIsrael Bombs Gaza University: বোমা হামলা গাজার বিশ্ববিদ্যালয়ে! ভাইরাল ভিডিও
Next articleRam lalla Face Revealed চোখের বাঁধন খুলল বিগ্রহের, রামলালার রূপ দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here