INDIA BOOK OF RECORDS প্রতিভার জোরে মাত্র ২ বছর ২মাস বয়সেই নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল বনগাঁর এই খুদে : দেখুন ভিডিও

0
214
অর্পিতা বনিক বনগাঁ

উত্তর ২৪ পরগনার বনগাঁর সুভাষপল্লী এলাকার বাসিন্দা রাজর্ষি রায় ও মুধু মিতা চক্রবর্তী রায় এর একমাত্র ছেলে মায়াঙ্কশ। মাত্র দুই বছর ২ মাস বয়সের এই খুদে ছেলেটির প্রতিভা দেখে এখন অবাক হচ্ছেন এলাকার সকলেই ৷ দেখুন ভিডিও


অনায়াসে ২৩ টি রং সনাক্ত করছে সে ।এ থেকে জেড পর্যন্ত বর্ণানুক্রমিক শব্দের বাংলা অর্থ সহ, সপ্তাহের দিন, বছরের মাস; এবং ২ বছর ২ মাস বয়সে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা গণনা। করতে পারে এই ছোট্ট ছেলে মায়াঙ্কশ৷

এসব দেখে রাজর্ষি বাবু এরপর যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর ওয়েবসাইটে। তিনি জানান দিন কয়েক আগে নিজের ছেলের প্রতিভা ভিডিও আকারে পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে।

তারপরই, কর্তৃপক্ষের তরফ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মেডেল সার্টিফিকেট সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় মায়াঙ্কশ -র বনগাঁর বাড়িতে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির মেজাজ রায় পরিবারে। রাজর্ষি বাবুর কথায় তাঁর এই ছোট্ট ছেলের এই সাফল্যে আজ খুশি এলাকার সকলেই ৷

Previous articleLok Sabha Election 2024 জোড়া শো-কজ়ের পর এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর মহিলার,নির্বাচন কমিশনকে মেসোমশাই বলে খোঁচা দিলীপের
Next articleGobardanga news ট্রেন লাইনে গিয়ে শুয়ে পড়েন যুবক ,এই দৃশ্য দেখে রীতিমতো চমকে ওঠেন যাত্রীরা! তারপর …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here