Independence Day: দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রীর

0
909

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের স্বাধীনতা লাভের ৭৫ বছর পূর্ণ। রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৈচিত্র্যের মধ্যে ঐক্য মজবুত করার প্রসঙ্গে জোর দিয়েছেন তিনি। ১৫ অগাস্ট লালকেল্লায় নবম বার জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন পতাকা উত্তোলনের পর লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভাষণের শুরুতেই তিনি বলেন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এখন। বাপু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রী সকলের কথায় স্মরণ করেন মোদী আজকের মঞ্চ থেকে। ভবিষ্যতে ৫টি বড় সংকল্প (নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ বছর এই সংকল্পগুলিতে অবিচল থাকার জন্য জাতির উদ্দেশে ডাক দিয়েছেন তিনি।

> আমাদের দুটি বিষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রথম, দুর্নীতি, দ্বিতীয়, পরিবারতন্ত্র। একদিকে বহু মানুষ খেতে পারছেন না। অন্যদিকে অনেকের টাকা রাখার জায়গা নেই। আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব:প্রধানমন্ত্রী
>গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও আমি ভারতের বিকাশের কথা ভাবতাম: প্রধানমন্ত্রী

> অনেকে জানেন, তাদের জেল যাবে তারা। তবুও তাদের গুণগান করা হয়। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সামাজিকভাবেও বয়কট করতে হবে: প্রধানমন্ত্রী

> ভাই-ভাতিজাবাদ, পরিবারতন্ত্র বিনাশ করতে হবে। পরিবারতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। না হলে যোগ্য ব্যক্তি জায়গা পাবে না: প্রধানমন্ত্রী

5G-র যুগে পা দিতে চলেছি: প্রধানমন্ত্রী
> ‘উন্নত ভারতে’ বিনিযোগের জন্য বেসরকারি সংস্থাগুলিকে আহ্বান প্রধানমন্ত্রী।
> দুনিয়ার কাছে মডেল হয়ে উঠছে ভারত: প্রধানমন্ত্রী
>দেশে ৩০০ রকম অস্ত্র তৈরি হবে: প্রধানমন্ত্রী
> সমস্ত জমিতে জল পৌঁছে দেওয়া আমার সংকল্প। কিন্তু, জলের প্রতিটা ফোঁটা সংরক্ষণ করতে হবে:প্রধানমন্ত্রী
> নারীকে অপমান করা সমস্ত অপশক্তিকে শেষ করতে হবে: প্রধানমন্ত্রী
>আমাদের দেশ উন্নত দেশ হবে: প্রধানমন্ত্রী

https://twitter.com/i/broadcasts/1ZkKzbYyLzLKv?t=l0Wh9Qt0SXV7q4-obZazdQ&s=09

> আগামী ২৫ বছর ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কোথাও কোনও দাসত্ব থাকলে তা অবসান করতে হবে। আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপর গর্ব করতে হবে। এক এবং অভিন্ন হয়ে থাকতে হবে। দেশের নাগরিকদের কর্তব্য আমাদের আগামী ২৫ বছরের জন্য প্রাণশক্তি চাই: প্রধানমন্ত্রী
> ভারত গণতন্ত্রের জননী: প্রধানমন্ত্রী
> অনেক চরাই উতরাই পেরিয়ে এবার নতুন দিশার পথে ভারত: প্রধানমন্ত্রী
> মহাত্মা গান্ধী ভারতের শেষ কোণায় অবস্থিত মানুষটির জন্যেও ভাবতেন: প্রধানমন্ত্রী
> এবার নতুন উদ্যমে দেশকে এগিয়ে যাওয়ার সময়: প্রধানমন্ত্রী
> এবার নতুন উদ্যমে দেশকে এগিয়ে যাওয়ার সময়: প্রধানমন্ত্রী
> মহাত্মা গান্ধীর স্বপ্নপূরণ করতে নিজের জীবন সমর্পণ করেছি। ভারতের প্রতিটা কোণায় সেই উন্নয়নের ছবি : প্রধানমন্ত্রী
> বিভিন্নতাই ভারতের শক্তি: প্রধানমন্ত্রী
> দেশবাসীকে স্বাধীনতা দিবসে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী

>দেশবাসী মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, ভগত সিং, সুখদেব, চন্দ্রশেখর আজাদ,আসফাকউল্লা খান, রাম প্রসাদ বিসমিলের কাছে কৃতজ্ঞ তাঁরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছেন: প্রধানমন্ত্রী
> জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
> ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ৫টি সংকল্প :
ভারতের বিকাশ
দাসত্ব থেকে মুক্তি
উত্তরাধিকার নিয়ে গর্ব
ঐক্যবদ্ধ থাকতে হবে
নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে
‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন চলছে গোটা দেশ জুড়ে। সারা দেশে পতাকা উত্তোলন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পলিত হচ্ছে স্বাধীনতা দিবস।

এই বছর লালকেল্লায় সমবেত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, ফুটপাতের বিক্রিতাদের। এদিন প্রথম মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর শুরু হয় মূল অনুষ্ঠান।

জাতির উদ্দেশে ভাষণে দ্রৌপদী মুর্মু বলেন, “অধিকাংশ গণতন্ত্রে নারীদের ভোটের অধিকার পেতে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। কিন্তু ভারত প্রজাতন্ত্রের সূচনার সঙ্গে সঙ্গেই সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পথে হেঁটেছে।” তিনি আরও বলেন, “মেয়েরা অনেক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। সামাজিক ও রাজনৈতিক কাজে ক্রমবর্ধমান অংশগ্রহণ নির্ধারক তাদের ভূমিকায় নিয়ে যাচ্ছে । আজ দেশের পঞ্চায়েতগুলিতে নির্বাচিত মহিলা প্রতিনিধির সংখ্যা ১৪ লাখেরও বেশি। আমাদের দেশের অনেক আশা আমাদের মেয়েদের উপর। সঠিক সুযোগ পেলে তারা দারুণ সফলতা অর্জন করতে পারে। ফাইটার-পাইলট থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানী, সব ক্ষেত্রেই আমাদের মেয়েরা সাফল্যের পতাকা ওড়াচ্ছে।”

এদিন সকাল ১০টায় রেড রোডে পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleMamata Banerjee: ‘‘কাল যদি আমার বাড়িতে যায়, কী করবেন? রাস্তায় নামবেন তো!’’দেশে রাজনৈতিক স্বাধীনতা নেই, তোপ মুখ্যমন্ত্রীর
Next articleIndependence Day 2022: স্বাধীনতা দিবস উদ্‌যাপন, রেড রোডে পুষ্পবৃষ্টি, আদিবাসী গানের ছন্দে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here