Independence Day 2025: বিবিধের মাঝে দেখ মিলন মহান! বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বনগাঁয় স্বাধীনতা দিবস উদযাপন

0
89


দেশের সময় : শুক্রবার দেশ জুড়ে পালিত হলো স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনটিকে প্রতিবারের মতো এবারেও উত্তর ২৪পরগনার বনগাঁ মহকুমাতে  স্বাধীনতা দিবস উদযাপন  উপলক্ষে বিভিন্ন জায়গায় প্যারেড, পতাকা উত্তোলন হলো মহাসমারোহে । সেই সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ।

বনগাঁ পুরসভার আয়োজন ছিল চোখে পড়ার মতো৷ এদিন নীল দর্পণ পেক্ষাগৃহের সামনে অর্থাৎ ত্রিকোণ পার্কে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান গোপাল শেঠ।

পাশাপাশি সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেওয়া হয়৷ পুরপ্রধান গোপাল শেঠ বলেন ৭৫ ফুট উচ্চতায় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷ শহরের বিভিন্ন এলাকার ৩৪টি সংস্থার শিশুরা তাঁদের নৃত্য, সংগীত পরিবেশন করেন বৃষ্টিকে উপেক্ষা করে ৷ প্রত্যেক সংস্থাকে অনুষ্ঠানের মঞ্চে পুরসভার পক্ষ থেকে ম্মারক লিপি প্রদান করা হয় ৷

এদিন সকালে বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। নিউ মার্কেট থেকে শুরু করে বাটা মোড়, কোর্ট রোড, স্কুল রোড, চাকদা রোড হয়ে শোভাযাত্রা প্রতাপগড় এলাকায় গিয়ে শেষ হয়।

এদিনই আইসিইউ সুবিধাযুক্ত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিন প্রায় ১০০ জন রক্ত দান করেন।

অন্যদিকে, বনগাঁর অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা নির্ভয়ার উদ্যোগে এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর এই সংস্থা ১০ বছরে পা দিল। আর সেই উপলক্ষ্যে এদিন শ্রমিক মঙ্গল কেন্দ্রে আয়োজিত রক্তদান শিবিরে ৪০ জন রক্ত দান করেন। সংস্থার পক্ষ থেকে রক্তদাতা এবং অতিথিদের হাতে অন্যান্য সামগ্রীর পাশাপাশি মূল্যবান গাছের চারা তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে দীপাঞ্জয় দত্ত জানান, সারা বছর নানা সামাজিক কাজের পাশাপাশি রক্তদান শিবির করাও আমাদের একটি সামাজিক দায়িত্ব।

Previous articleএকঝাঁক কচিকাচার ভিড়ে কলকাতা প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন: দেখুন ভিডিও
Next articlePhotojournalist স্বাধীনতা দিবসে প্রবীণ আলোকচিত্র সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান:দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here