IND vs NZ, Update : স্পিন অস্ত্রে ২৫১ রানে ঘায়েল কিউয়িরা , ভারতের টার্গেট ২৫২

0
42

ম্যাচের আগে স্পিনারদের খেলার জন্য আলাদা করে প্র্যাক্টিস করেছিল নিউ জ়িল্যান্ড। ভারতের স্পিন চতুর্ভুজের বিরুদ্ধে গ্রুপ পর্বেও নাজেহাল হয়েছিলেন কিউয়ি ক্রিকেটাররা। তবে এত অনুশীলন করেও শেষরক্ষা হলো না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ত্রাস হয়ে দাঁড়ালেন সেই স্পিনাররাই। বরুণ-কুলদীপ-জাডেজাদের দাপটে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলল নিউ জ়িল্যান্ড। ২টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। ড্যারিল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েলের হাফসেঞ্চুরির সৌজন্যে এই সম্মানজনক স্কোরে পৌঁছল কিউয়িরা।

৫০ ওভার আড়াইশোর গণ্ডি পার করল নিউজিল্যান্ড। শেষবেলায় লড়াকু হাফসেঞ্চুরি ব্রেসওয়েলের। ভারতের জন্য লক্ষ্য ২৫২। 

৪৫.৪ ওভার শামির বলে ক্যাচ দিয়ে ফিরলেন ড্যারিল মিচেল। ১০০ বলে ৬২ রান করে ফেরেন কিউয়ি ব্যাটার। নিউজিল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ২১১। 

রং ওয়ান দিয়েছিলেন। উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড ফিলিপ্স। জুটি ভাঙলেন সেই  বরুণই ।৩৭.৫ ওভার ফের বরুণের ঘূর্ণি। এবার সোজা বোল্ড হয়ে ফিরলেন গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের রান ৫ উইকেট হারিয়ে ১৬৫। 

জাডেজার বলে এলবিডব্লিউ লাথাম। ৩০ বলে ১৪ রান করে আউট হলেন তিনি। ৩৩ রানের জুটি ভেঙে দিলেন জাডেজা।

৩০ বলে ১৪ রান করে ফেরেন তিনি। রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি। ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১০৪। 

কুলদীপের বলে ফ্লিক করতে গিয়েছিলেন উইলিয়ামসন। বল সোজা গেল কুলদীপের হাতে। নিউ জ়িল্যান্ডের সেরা ব্যাটারকে ফিরিয়ে দিলেন কুলদীপ।

কিউয়িদের বিপজ্জনক ব্যাটার রাচিনকে প্রথম বলেই আউট করলেন কুলদীপ। রং ওয়ানে বোল্ড করলেন রাচিনকে (৩৭)।দ্বিতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড

প্রথম উইকেটের পতন। বরুণ চক্রবর্তীর বলে LBW হলেন উইল ইয়ং। ২৩ বলে ১৫ করলেন তিনি।

৭ ওভারেই ৫০ রানের গন্ডি পার নিউ জ়িল্যান্ডের। ৪২ বলে ৫১ রানের জুটি গড়লেন রাচিন রবীন্দ্র এবং উইল ইয়ং।

প্রথম পাঁচ ওভারে আগ্রাসী ব্যাটিং নিউজিল্যান্ডের। শামি-হার্দিকের বিরুদ্ধে ৩৭ রান তুলল কিউয়ি ওপেনিং জুটি। নিজের বলে রাচিনের ক্যাচ ছাড়েন শামি। উল্টে বাঁ হাতের আঙুলে কেটে গিয়েছে তাঁর। মাঠে শুশ্রূষা চলছে।

আজ মেগা ফাইনালে একাধিক রেকর্ডের হাতছানি, গেইলকে টপকাতে পারবেন কোহলি?

দীর্ঘ ৮ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে। ৮ দলের মধ্যে তুমুল লড়াইয়ের পর ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড। দুই দলের কাছেই এই ফাইনাল যেন বদলার ম্যাচ। ২০১৯ বিশ্বকাপ, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কিউয়ি কাঁটায় আটকে গিয়েছিল ভারতের ট্রফি জয়। ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হার‍তে হয় কেন উইলিয়ামসনদের। রবিবার শেষ হাসি হাসবে কে? কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি? রইল প্রতি মুহূর্তের লাইভ আপডেট। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাধিক রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান, সর্বোচ্চ শতরান, আইসিসি নক আউট পর্বে সর্বোচ্চ রানের নজির গড়ার সুযোগ রয়েছেই। এছাড়াও আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ আছে। তার জন্য বিরাটের প্রয়োজন মাত্র ৪৬ রান।

আজ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রান করলেই ক্রিস গেইলকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হবেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭টি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ৭৯১ রান করেন গেইল।

তারমধ্যে রয়েছে তিনটে শতরান, একটি অর্ধশতরান। বর্তমানে কোহলির রান ৭৪৬। চারটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৭টি ম্যাচ খেলেছেন তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে শিখর ধাওয়ানের ৭০১ রান টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তকমা অর্জন করেছেন। ৮৪ রান করেন। টুর্নামেন্টে চার ম্যাচে তাঁর রান ২১৭। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বর্তমানে চার নম্বরে রয়েছেন কোহলি।

একনম্বরে ইংল্যান্ডের বেন ডাকেট। তিন ম্যাচে তাঁর রান ২২৭। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র এবং ইংল্যান্ডের জো রুট। ফাইনালে মাত্র ১১ রান করলেই একনম্বর স্থান দখল করবেন। ভারতের হয়ে ৩০১ একদিনের আন্তর্জাতিকে ১৪১৮০ রান কোহলির।

আজ রবিবার ৫৫ রান করলেই কুমারা সাঙ্গাকারার ১৪২৩৪ রান পেরিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট। মেগা ফাইনালে একাধিক রেকর্ডের লক্ষ্য নিয়ে নামলেন ভারতের তারকা ক্রিকেটার।

নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশ

উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুরকী।

চোটের জন্য ফাইনালে খেলতে পারলেন না নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি। তাঁর জায়গায় দলে এসেছেন আর এক পেসার নাথান স্মিথ।

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

টস আপডেট

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জ়িল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ফের একবার টস হারলেন রোহিত শর্মা।

Previous articleHow to become Journalist:সাংবাদিক হতে চান? রইল টিপস ,সঙ্গে কাজের সুযোগও
Next articleIndia Wins Champions Trophy: কিউয়িদের উড়িয়ে মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here