Imran Khan : ‘জঙ্গি’দের খোঁজে আজই ইমরান খানের বাড়িতে হানা দেবে পুলিশ

0
470


দেশের সময়: লাহোরে ইমরান খানের জামান পার্কের বাড়িতে লুকিয়ে রয়েছে ‘জঙ্গি’রা। পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের তরফে আগেই এই অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, ওই জঙ্গিদের হস্তান্তর করতে তারা ইমরানকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছে। না হলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

এবার পাঞ্জাব প্রদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, আজ শুক্রবারই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হবে। এ ব্যাপারে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে ইমরানের কাছ থেকে অনুমতি নেওয়া হবে। তিনি অনুমতি দিলেই ক্যামেরার উপস্থিতিতে তাঁর বাড়িতে ঢুকে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ। লাহোরের কমিশনারের নেতৃত্বেই এই অভিযান চলবে।

পাঞ্জাব সরকারের তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, ৪০০ পুলিশ থাকবে ওই অভিযানে। তাঁর বক্তব্য, ইমরান খানকে সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা মেনে তিনি তাঁর বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিদের সরকারের হাতে তুলে দেননি। সেকারণেই তাঁর বাড়িতে অভিযান চালাতে হচ্ছে। লাহোরের কমিশনারের নেতৃত্বেই গোটা অভিযানটি হবে।

Previous articleViral :১৭ বছর ধরে খাবার, জল না খেয়ে বেঁচে আছেন গোলামরেজা
Next articleNew Parliament Building : নয়া সংসদ ভবন উদ্বোধন ২৮ মে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here