Imran Khan: ইমরানের বাড়িতে ‘লুকিয়ে’ ৪০ ‘জঙ্গি’, হস্তান্তরের জন্য ২৪ ঘণ্টা সময় দিল পাঞ্জাব প্রদেশের সরকার

0
577

দেশের সময়: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে ৪০ জন ‘জঙ্গি’ লুকিয়ে রয়েছে বলে অভিযোগ তুলল পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার। এনিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চিফ ইমরানকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে তারা। ওই সময়সীমার মধ্যে তাঁর বাড়িতে লুকিয়ে থাকা ‘জঙ্গিদের’ সরকারের কাছে হস্তান্তর না করলে ফল খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকারের তরফে।

ওই সরকারের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী লাহোরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ইমরানের জামান পার্কের বাড়িতে ৩০-৪০ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। ওই জঙ্গিরা যে ইমরানের বাড়িতে লুকিয়ে রয়েছে, সে ব্যাপারে গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। জিও ট্যাগিং প্রযুক্তির সাহায্য নিয়ে ওই জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে। দেশের জন্য এটা একটা বিরাট উদ্বেগের বিষয়। দ্রুত ওই জঙ্গিদের সরকারের হাতে তুলে দেওয়া হোক। নতুবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঞ্জাব সরকারের মন্ত্রী আমির মীরের অভিযোগ, রীতিমতো ছক কষে সেনাবাহিনীকে টার্গেট করছেন ইমরান। গত এক বছর ধরেই এই টার্গেট করা হচ্ছে। ইমরান গ্রেফতার হওয়ার আগেই সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইমরানের দল।

Previous articleJammu and Kashmir News: কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, উদ্ধার প্রচুর বিস্ফোরক
Next articleDrug News: বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল মাদক কারখানা, ২০০ কোটি টাকার মাদক সহ গ্রেফতার ৯ আফ্রিকান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here