দেশেরসময় ওয়েবডেস্ক: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছরের জেল। প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দেশের গোপন তথ্য পাচার করেছেন। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল পাকিস্তানের স্পেশাল কোর্টে। সেখানেই ইমরান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)–এর সহ সভাপতি শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের জেলের সাজা শুনিয়েছে আদালত।
সাইফার মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি), পাকিস্তানের এক বিশেষ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত এই রায় দিল। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি হয়। ইসলামাবাদ হাইকোর্ট অবশ্য এই ইমরান ও শাহ মাহমুদের বিচার বাতিল এবং অকার্যকর ঘোষণা করেছিল। তারপরই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ২০২৩-এর আওতায় এই বিশেষ আদালত গঠন করা হয়েছিল। তারাই আজ সাইফার মামলায় ইমরান এবং শাহ মাহমুদকে ১০ বছরের কারাদণ্ড দিল।
এদিকে, তোষাখানা মামলায় ইমরান খানকে আগেই গ্রেপ্তার করেছিল পাকিস্তান পুলিশ। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে পাকিস্তানের আদালতে। এর মধ্যেই একটি ছিল এই মামলাটি। যার রায়ে মঙ্গলবার ইমরানকে ১০ বছরের জেলের সাজা শোনাল আদালত। ইমরানের দলের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে।