Ichhamoti শিল্পীর ক্যানভাসে ফুটে উঠল দুর্গা ,বিক্রি হল অসংখ্য বই , বনগাঁ উৎসবে জনস্রোত ইছামতীর শহরে : দেখুন ভিডিও

0
157
অর্পিতা বনিক দেশের সময়

খেলাঘর মাঠে বনগাঁ উৎসব হচ্ছে। প্রতিবছরই হয়। এই মেলায় কাঁচের চুড়ি, শান্তিনিকেতনী ব্যাগ, আচার, ব্রেক ড্যান্স, বেলুন বন্দুকের সাথে সাথে এবার একটি নতুন স্টল হয়েছে, ইছামতী।

ইছামতীর দু’পাড়ের লেখকদের বই এবং চিত্রকরদের ছবিতে সেজে উঠেছে স্টল। বই ও ছবি  বিক্রি হচ্ছে। লেখক, শিল্পী সবাই মেলায় আসছেন সন্ধ্যেবেলায়। অনেকের সঙ্গে অনেকের দেখা হচ্ছে। গল্প ছেড়ে উঠে গিয়ে বিক্রি হওয়া বইয়ে সই দিচ্ছেন প্রবীন কবিরা ।

বুধবার বৈশাখী সন্ধ্যায় প্রায় পঞ্চাশজন শিল্পী ক্যানভাসে ছবি আঁকলেন। রং তুলির টানে কলকাতা থেকে ছুটে এসেছেন রুপচাঁদ কুন্ডুর মত শিল্পীরাও । দেখুন ভিডিও

এদিন বেশ কয়েকটা ছবি বিক্রি হয়েছে স্টল থেকে।
ছবি আঁকা সারাদিনের ওয়ার্কশপ। এতজন গুণী শিল্পী পাশাপাশি বসে সৃষ্টির আনন্দে মেতে উঠেছেন, বিকেলে কবিরা উচ্চারণ করলেন তাঁরদের অমোঘ কবিতা, তারই মাঝে গীটার বেজে উঠলো মৃদু । ইছামতীতে
বই ও ছবি বিক্রি হল সীমান্তবর্তী শহরের নদীতে যেন নতুন করে স্রোত এলো।

চৈত্র থেকে শুরু হলেও বাংলা নতুন বছরে পা রেখে প্রায় এক মাস ধরে পুরসভার উদ্যোগে বনগাঁ উৎসব ঘিরে ‘ভোট বাজারে’র মধ্যেই জমে উঠেছে এই মেলা। প্রতিবারের মতো এ বারও চোখে পড়ার মতো ভিড়। এই বিশেষ মেলার আয়োজন করে বনগাঁ পুরসভা কতৃপক্ষ । বাঁশের হাত পাখা, কুলো, চালুনি থেকে শুরু করে হরেক রকমের জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা। বিগত দিন গুলিতে প্রত্যেকদিনই চলেছে সান্ধ্যাকালীন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তা চলবে মেলার শেষ দিন পর্যন্ত । জানাগেছে বনগাঁ পুরসভা সূত্রে 

Previous articleWeather Update এবার কলকাতাতে তাপপ্রবাহের আশঙ্কা ,তীব্র দহন দক্ষিণবঙ্গে
Next articleMamata Banerjee On Mithun Chakraborty : মিঠুন চক্রবর্তী বাংলার আরও এক গদ্দার! ‘ছেলেকে বাঁচানোর জন্য বিজেপি-তে গিয়েছে’,রায়গঞ্জ থেকে সরাসরি আক্রমণ মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here